উজ্জয়িনী, 19 নভেম্বর: কারণসুধা থেকে শুরু করে সিগারেট দেওয়া হয় ভোগে ! হ্যাঁ, ভগবান ভৈরবনাথকে এই দুটো-সহ মোট 1 হাজার 351টি পদ দেওয়া হয় ৷ মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ভাগতিপুরায় ভৈরব মন্দিরের দেবতাকে নানা ধরনের খাবার দাবার তো বটেই সঙ্গে কারণসুধা, সিগারেটও দেওয়া হয় ৷ ভৈরব অষ্টমীতে 56টি ভৈরব মন্দিরে ভৈরবনাথের উদ্দেশ্যে এই ভোগ নিবেদন করা হয় (1351 types of Bhog offered to Lord Bhairavnath) ৷
উজ্জয়িনীর কাল ভৈরব মন্দিরে ঈশ্বরকে কারণসুধা ভোগ হিসেবে নিবেদন করাই প্রচলিত রীতি ৷ প্রাচীন যুগ থেকে ভৈরব অষ্টমী (Bhairav Ashtami) উৎসব উদযাপিত হচ্ছে এখানে ৷ তাই ভৈরব বাবাকে নানা ধরনের আকর্ষণীয় ভোগ, মহাভোগ দেওয়া হয় ৷ এই মহাভোগ বৈচিত্রময় ৷ এর মধ্যে বিভিন্ন ধরনের কারণসুধা, সিগারেট, ভাং এবং নেশার অন্য সব সামগ্রী থাকে ৷ ভৈরবনাথের উদ্দেশ্যে উৎসর্গ করার পর এই ভোগ ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় ৷