মুম্বই, 19 নভেম্বর: শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত রবিবার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপ ফাইনালের আগে বিজেপিকে তীব্র খোঁচা দিয়েছেন ৷ তাঁর অভিযোগ, আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের পরিবর্তে কার্যত এটি গেরুয়া শিবিরের একটি ইভেন্টের চেহারা নিয়েছে। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 1 লক্ষ 32 হাজার দর্শকের ধারণক্ষমতা-সহ বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ৷ এদিন সেই স্টেডিয়ামেই ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে।
সঞ্জয় রাউত বলেন, "মনে হচ্ছে প্রধানমন্ত্রী মোদি বোলিং করবেন, অমিত শাহ ব্যাট করবেন এবং বিজেপি নেতারা বাউন্ডারি পরিচালনা করবেন যখন বিশ্বকাপের ফাইনাল হবে ৷" দুইবারের চ্যাম্পিয়ন এবং পাঁচবারের বিজয়ীদের মধ্যে ফাইনাল ম্যাচটি এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ৷ যা বিশ্বের বৃহত্তম ক্রিকেট অঙ্গন হিসাবে স্বীকৃত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কার্যত সোয়াইপ করে যিনি নিজেও এদিন ম্যাচে উপস্থিত আছেন, রাউত বলেন, "ক্রিকেটে রাজনীতি নিয়ে আসার দরকার নেই তবে এটি আহমেদাবাদে করা হচ্ছে। আমি অবাক হব না যদি আমরা পরে শুনতে পাই, ভারত বিশ্বকাপ জিতলে বা আমরা ট্রফি হাতে পেয়েছিলাম কারণ প্রধানমন্ত্রী মোদি উপস্থিত ছিলেন ৷" এই দিনগুলিতে দেশে যে কোনও কিছু ঘটতে পারে বলেও দাবি করেছেন শিবসেনা (ইউবিটি) রাজ্যসভার সাংসদ ৷
শনিবার জারি করা একটি অফিসিয়াল বিবৃতি অনুসারে জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস রবিবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল দেখতে এসেছেন ৷ জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে 2003-এর চ্যাম্পিয়নশিপের ম্যাচের 20 বছর পর এই দুই ক্রিকেট জায়ান্ট ফের ফাইনালে খেলছে ৷ ভারত সেই সময় হেরে গেলেও এবার তারই মধুর প্রতিশোধ নিতে কার্যত বদ্ধপরিকার ৷ সঞ্জয় রাউত আরও দাবি করেছেন, ক্রিকেট ম্যাচটি মুম্বই থেকে সরানো হয়েছে, যা খেলায় দেশের ঐতিহ্যবাহী এক পাওয়ার হাউস ছিল ৷ তাঁর দাবি, আমেদাবাদে হচ্ছে কারণ বিজেপি এটিকে একটি "রাজনৈতিক অনুষ্ঠান"-এ পরিণত করতে চেয়েছিল। তাঁর কথায়, "বিশ্বকাপ ফাইনাল হচ্ছে আমেদাবাদে। আগে মুম্বই ছিল ক্রিকেটের মক্কা। এই ধরনের সব ইভেন্ট দিল্লি, মুম্বই বা কলকাতার ইডেন গার্ডেনে আয়োজন করা হয়। পুরো ক্রিকেট মুম্বই থেকে আমেদাবাদে স্থানান্তরিত হয়েছিল কারণ বিজেপি একটি রাজনৈতিক অনুষ্ঠান করতে চায় ৷”