পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi Tweets on Maitri Diwas : মৈত্রী দিবসে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা মোদির - মেত্রী দিবসে নরেন্দ্র মোদির টুইট

সোমবার একইসঙ্গে ‘মৈত্রী দিবস’ (Maitri Diwas) পালন করছে ভারত ও বাংলাদেশ ৷ মৈত্রী দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi Tweets on Maitri Diwas) ৷ আগামী দিনে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়েছেন তিনি ৷

look forward to continue working with bangladesh pm sheikh hasina, narendra modi tweets on maitri diwas
Narendra Modi Tweets on Maitri Diwas : মৈত্রী দিবসে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করারা বার্তা মোদির

By

Published : Dec 6, 2021, 3:32 PM IST

নয়াদিল্লি, 6 ডিসেম্বর : ‘মৈত্রী দিবস’ (Maitri Diwas) উপলক্ষে সোমবার ভারত-বাংলাদেশর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi on India Bangladesh bilateral ties) ৷ এদিন একটি টুইট করেন তিনি (Prime Minister Narendra Modi Tweets on Maitri Diwas) ৷ তাতে প্রধানমন্ত্রী জানান, ভারত ও বাংলাদেশ এবছর একইসঙ্গে মৈত্রী দিবস পালন করছে ৷ যা এই দুই প্রতিবেশী রাষ্ট্রের 50 বছরের বন্ধুত্বের ভিত্তিস্বরূপ ৷ আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে আরও অনেক কাজ করারও বার্তা দিয়েছেন মোদি (Prime Minister Narendra Modi on Bangladesh PM Sheikh Hasina) ৷

আরও পড়ুন :India Bangladesh Power Supply Agreement : আগামী পাঁচ বছর বাংলাদেশকে অতিরিক্ত 20 শতাংশ বিদ্যুৎ সরবরাহ করবে ভারত

1971 সালে বর্তমান বাংলাদেশের পত্তনকে ভারত যে স্বীকৃতি দিয়েছিল, তাকে উদযাপন করতেই মৈত্রী দিবস পালন করা হয় ৷ এই বিশেষ দিনটিতে প্রধানমন্ত্রী ছাড়াও টুইটে শুভেচ্ছাবার্তা দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi Tweets on Maitri Diwas) ৷ তিনি লেখেন, ‘‘ভারত যেদিন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, আমরা তার 50তম বর্ষপূর্তি পালন করছি ৷’’ উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভারত ছিল অগ্রগণ্য ৷ 1971 সালের 6 ডিসেম্বর এই দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে দ্বিপাক্ষিক মৈত্রী স্থাপিত হয় ৷

আরও পড়ুন :Commemorate 1971 war : মুক্তিযুদ্ধের স্মরণে ভারত-বাংলাদেশ সেনার সাইকেল ব়্যালি

মৈত্রী দিবসের 50 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতেই ভারত ও বাংলাদেশ একসঙ্গে তা পালনের সিদ্ধান্ত নিয়েছে ৷ চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেই সময়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল উল্লেখ্য, খাতায় কলমে স্বাধীন হওয়ার 10 দিন আগেই ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল ৷ সেই দিনটি ছিল 1971 সালের 6 ডিসেম্বর ৷

For All Latest Updates

TAGGED:

Maitri Diwas

ABOUT THE AUTHOR

...view details