পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

75 Years of Independence দেশ বদলে দিয়েছিল যে সব সিদ্ধান্ত, স্বাধীনতার হীরক জয়ন্তীতে ফিরে দেখা একনজরে - Game changing moves

কোনও দেশের সরকার ভালো হবে না খারাপ, তা নির্ভর করে সরকারের গৃহিত সিদ্ধান্তের উপর ৷ গত 75 বছরে এরকমই নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Nation building in last 75 years) ৷ একনজরে ফিরে দেখা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 14, 2022, 6:50 PM IST

Updated : Aug 15, 2022, 6:25 AM IST

কলকাতা,14 অগস্ট: একটি ভূখণ্ড বা কয়েকটি জনপদ কীভাবে দেশ হয়ে ওঠে? এ প্রশ্নের উত্তর এক বাক্যে দেওয়া সহজ নয় ৷ ভারতের মতো বহু ভাষাভাষীর দেশে এই প্রশ্নটি আরও বড় হয়ে দাঁড়ায় ৷ একটি বিশাল জনভূমি এবং তার থেকেও বড় তার জনমানসের দাবি-দাওয়া, পাওয়া-না পাওয়া, আশা-আকাঙ্খা নিয়ে গড়ে ওঠে দেশ ৷ প্রত্যেকের কাছেই তার দেশ স্বর্গের থেকেও সুন্দর ৷

ফরাসি দার্শনিক জসেফ দে মায়েস্ট্রে বলেছিলেন, একটি দেশের মানুষ যেমন, তার সরকারও তেমন (People deserves government) ৷ আর সরকার ভালো বা মন্দ হয় তার গৃহিত নীতি এবং সিদ্ধান্তের জন্যই ৷ স্বাধীনতার 75 (75th year of independence ) বছরে পা দেওয়া ভারতবর্ষে গৃহিত হয়েছে এমনই কিছু যুগান্তকারী সিদ্ধান্ত (Game changing moves) ৷ একনজরে দেখে নেওয়া যাক তার কয়েকটি ৷

ব্রিটিশরা দেশ ছেড়ে যাওয়ার সময় ভারত বলতে ছিল 565টি ছোট ছোট রাজ্যের যোগফল ৷ তাদের আবার ভারতে সামিল না-হওয়ার স্বাধীনতাও ছিল ৷ তবে দু-একটি রাজ্য ছাড়া বাকিরা ভারতের সঙ্গে যুক্ত হয়েছে বিনা বাক্য ব্যয়ে ৷ জুনাগড় থেকে শুরু করে হায়দরাবাদের সমস্যা মেটানো গেলেও কাশ্মীরের গোলমাল আজও চলছে ৷ সেদিক থেকে দেখতে গেলে ভারত স্বাধীন হওয়ার সময়ে এই সমস্ত ছোট ছোট রাজ্যকে একত্রিত করতে পারার বিষয়টিই ছিল দেশের প্রথম সবচেয়ে বড় কাজ ৷ সেটা করেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল আর ভি পি মেনন ৷ সর্দারকে দেশ চেনে 'লৌহপুরুষ' হিসেবে ৷ আর ভি পি মেনন প্রথমে ছিলেন উচ্চপদস্থ আমলা ৷

1951সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (Five year plan) গৃহিত হয় ভারতবর্ষে ৷ দেশের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সংসদে এই পরিকল্পনা পেশ করেন ৷ সেই থেকে দেশের বহু গুরুত্বপূর্ণ প্রকল্প রূপায়িত হয়ে এসেছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ৷

1954সালে ভারত এবং চিনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ৷ ভারতের বিদেশনীতির অনেকটা জুড়েই রয়েছে চিন ৷ ছোটখাটো সংঘাত বা আক্রমণ প্রতি-আক্রমণ বাদ দিয়েও দু'দেশের মধ্যে পুরোদস্তুর যুদ্ধও হয়েছে ৷ তবে এই পঞ্চশীল চুক্তির লক্ষ্য ছিল ভারত এবং চিনের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা ৷ পাশাপাশি দু'টি দেশ কোনও অবস্থাতেই একে অপরকে আক্রমণ করবে না এমন কথাও বলা ছিল চুক্তিতে ৷ তবে শেষমেশ তা খুব একটা কাজে আসেনি ৷

1957সালে ভারতীয় টাকার বিভাজন (Dissimilation) হয় ৷ খুব সহজ করে বললে তারপর থেকেই আমরা জেনেছি 100 পয়সা মানে 1 টাকা, 16 আনা মানে 64 পয়সা ৷

আরও পড়ুন: স্বাধীন ভারতের কিছু গুরুত্বপূর্ণ আইন এবং সুপ্রিম রায়

1960সালে নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে মহারাষ্ট্র ৷ পূর্বতন বম্বে স্টেটকে ভেঙে তৈরি হয় এই নতুন রাজ্য ৷ এখন সেই রাজ্যের রাজধানী মুম্বই, দেশের বাণিজ্যিক রাজধানী ৷ শুধু তাই নয়, অর্থনীতিতে সামগ্রিকতার বিচারেও দেশকে পথ দেখায় মহারাষ্ট্র ৷ ওই বছর থেকেই শুরু হয় সবুজ বিপ্লব ৷ খাদ্যদ্রব্যে স্বনির্ভরতা আনতে এই বিপ্লবের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ৷

1963সালটি ভারতের মহাকাশ অভিযানের পথচলার জন্য বিখ্যাত হয়ে থাকবে ৷ ওই বছরই তিরুঅনন্তপুরমের থুম্বা থেকে রকেট উৎক্ষেপণ করে ভারত ৷

1968সালে তিন শিক্ষার ক্ষেত্রে তিন ভাষার প্রক্রিয়া শুরু হয় ৷ ভারতীয় সংসদ এই প্রস্তাব গ্রহণ করে ৷ তা থেকেই পরবর্তী সময়ে তৈরি হয় দেশের জাতীয় শিক্ষানীতি ৷

1969সালে 14টি ব্যাংক জাতীয়করণ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ৷ তখনকার হিসেবে দেশের মোট মজুত অর্থের 85 শতাংশই থাকত ওই ব্যাংকগুলির হাতে ৷

1975সালের পর দেশের গণতান্ত্রিক রীতিনীতি বদলে যায় আজীবনের মতো ৷ সে বছর 25 জুন লাগু হয় জরুরি অবস্থা ৷ দেশের নিয়ন্ত্রণ চলে যায় সরকারের হাতে ৷ সংসদ বলে আর কিছুর অস্তিত্ব থাকে না ৷ 19 মাসের সেই অন্ধকার সময় আজও ভোলেনি দেশ ৷ এই সিদ্ধান্তই দেশের ক্ষমতা থেকে প্রথমবার সরিয়ে দেয় কংগ্রেসকে ৷ দলকে জেতাতে না-পারার পাশাপাশি নিজেও হেরে যান ইন্দিরা ৷

1979সালে তৈরি হয় মণ্ডল কমিশন ৷ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি পি মণ্ডলের নেতৃত্বে তৈরি হয় এই কমিশন ৷ সামাজিক থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের প্রস্তাব করে এই কমিশন ৷

আরও পড়ুন: বিদ্রোহের লেখা থেকে স্বাদেশিকতার সুর, পরাধীন ভারতে আগুন ঝরেছিল যাঁদের কলমে

1989সালে অগ্নি 1-এর সফল উৎক্ষেপণ হয় ৷ ওই বছরের 22মে ওড়িশার চাঁদিপুর থেকে অগ্নি উৎক্ষেপণ করা হয় ৷

1991সালে অর্থনীতিতে উদারনীতিকে গ্রহণ করে ভারত ৷ বিশ্বের জন্য বাজার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় নরসিমা রাওয়ের সরকার ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে সংসদে দাঁড়িয়ে একথা ঘোষণা করেন মনমোহন সিং ৷ পরবর্তী কালে দশ বছর তাঁর হাতেই ছিল দেশের শাসনভার ৷ গান্ধি পরিবারের বাইরে তিনিই প্রথম দশ বছর দেশ চালানো প্রধানমন্ত্রী ৷

1998সালে পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষণ করে ভারত ৷ এর আগে 1974 সালেও একবার এই চেষ্টা করেন ইন্দিরা ৷ কিন্তু তিনি পারেননি ৷ শেষমেশ পেরেছিলেন অটলবিহারী বাজপেয়ী ৷ ভারতের ইতিহাসে অন্যতম বড় সিদ্ধান্ত ছিল এটি ৷

2005সালের 7 সেপ্টেম্বর শুরু হয় মনরেগা প্রকল্প ৷ গ্রামীণ ভারতের অর্থনীতিতে এই একশো দিনের কাজ খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয় ৷

2010সালটি ভারতীয় শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৷ ওই বছরই শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত হয় ৷

2015সালে পরিকল্পনা কমিশনের অবলুপ্তি ঘটিয়ে নীতি আয়োগ তৈরি হয় ৷ কেন্দ্র-রাজ্য সম্পর্কের ক্ষেত্রে এই নতুন আয়োগের ভূমিকা বিরাট ৷

2016সালের 8 নভেম্বর দিনটি বহুদিন মনে রাখবে দেশ ৷ ঠিক রাত 8টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানান, ওই রাত থেকেই বাতিল হয়ে যাবে পুরনো 500 এবং 1 হাজার টাকার নোট ৷

আরও পড়ুন: স্বাধীনতার হীরকজয়ন্তী উদযাপনে সামিল হয়েছে দুবাই, ভিডিয়ো শেয়ার প্রধানমন্ত্রীর

2017সালে জিএসটি লাগু করে সরকার ৷ কর কাঠমোর এই বিপুল বদল ভারতীয় অর্থনীতির ইতিহাসে অন্যতম বড় সংস্কার ৷

2020সালের মার্চ মাসে দেশে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করে মোদি সরকার ৷ করোনা অতিমারি নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রথম দিকে সরকারি গাফিলতিতে কাঠগড়ায় তুলছিল বিরোধীরা ৷ তারই মধ্যে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ৷

এছাড়াও 1955 সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হয় ৷ 1959 সালে দলাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় ৷ 1961 সালে পর্তুগিজদের দখলমুক্ত হয় গোয়া ৷ 1962 সালে ভারত এবং চিনের মধ্যে যুদ্ধও দেখেছে দেশ ৷ 1965 সালের যুদ্ধে পাকিস্তানকে হারায় ভারত ৷ 1967 সালে নাথু লা এবং চাউ লাতে ভারত এবং চিনের মধ্যে সংঘর্ষ হয় ৷ 1969 সালে পথ চলা শুরু করে ইসরো ৷ 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে তৈরি হয় নতুন দেশ বাংলাদেশ ৷ পরের বছর ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ৷ 1973 সালে মাইসোরের নতুন নাম হয় কর্নাটক ৷ 1984 সালে একমাত্র ভারতীয় হিসেবে মহাকাশে যান রাকেশ শর্মা ৷ 7 দিন 21 ঘণ্টা 40 মিনিট মহাকাশে থাকেন বায়ুসেনার পাইলট ৷ 1999 সালে শুরু হয় কার্গিল যুদ্ধ ৷ 2008 সালে যাত্রা শুরু করে চন্দ্রযান 1 ৷ 2013 সালে ভারতের মঙ্গল অভিযান শুরু হয় ৷ এর পাশাপাশি আধার কার্ড চালুর কথাও বলতে হয় ৷ দীর্ঘ কয়েক বছরের প্রক্রিয়ার পর চালু হয় আধার কার্ড ৷ 2008 সালে মুম্বই হামলার পর দ্রুততার সঙ্গে শেষ হয় দেশবাসীর কাছে আধার কার্ড পৌছে দেওয়ার প্রক্রিয়া ৷

Last Updated : Aug 15, 2022, 6:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details