গান্ধিনগর, 18 নভেম্বর: গুজরাট বিধানসভা নির্বাচনের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ৷ নির্বাচন আদতে নানা রেকর্ডের ভাঙা-গড়ার খেলা । এমন নানা নজির ভাঙা ঘটনার সাক্ষী থেকেছে গুজরাতও । 2022 সালের ভোটেও এমন কিছু রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হতে পারে মোদি-রাজ্যে । তার আগে জেনে নেওয়া যাক অতীতের কিছু বেনজির ঘটনা সম্পর্কে ।
1962 থেকে 2017 সালের পরিসংখ্যানগত ইতিহাস জানাচ্ছে, ঠাকুর শঙ্করজি (খেরালু কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শঙ্করজি ঠাকুর) সর্বনিম্ন 11 ভোটের ব্যবধানে বিধায়ক হওয়ার রেকর্ড গড়েছিলেন । তিনি 1975 সালে খেরালু আসন থেকে কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন । 2017 সালে, কংগ্রেস বিধায়ক জিতু চৌধুরী খুব কম ভোট পেয়ে জয়ী হন । পরে বিজেপিতে যোগ দিয়েও মন্ত্রী হন।
1962 সালের বিধানসভা নির্বাচনে জমিদার ফয়জল আব্বাস, মাতার বিধানসভা কেন্দ্রে 33 ভোটের ব্যবধানে জয়ী হন । এছাড়া 2007 সালে ব্রিজরাজ সিং জাদেজা জামজোগপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস হয়ে লড়েছিলেন ৷ তিনি জিতেছিলেন মাত্র 17 ভোটে।