বেঙ্গালুরু, 15 ডিসেম্বর :প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Group Captain Varun Singh passes away) ৷ তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত ছিলেন তিনি ৷ আজ বেঙ্গালুরুর সেনা হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷
দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বেঙ্গালুরুতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি ৷ তাঁর শরীরের 45% পুড়ে গিয়েছিল ৷ বরুণের বাবা অবসরপ্রাপ্ত কর্নেল কেপি সিং সাংবাদিকদের জানিয়েছিলেন, গুরুতর জখম হলেও তাঁর আশা ছেলে সুস্থ হয়েই ফিরবে ৷ আশঙ্কাজনক হলেও স্থিতিশীল ছিলেন তিনি ৷ যদিও টানা 7 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পরও শেষরক্ষা হল না ৷
বায়ু সেনার এই আধিকারিক (Air Force officer) তাঁর সাহসিকতার জন্য এ বছরের অগস্ট মাসে 'শৌর্য চক্র' (Shaurya Chakra) পুরস্কার পান ৷ 2020-তে তিনি তেজস ফাইটার এয়ারক্রাফ্ট (Tejas fighter aircraft) চালানোর সময় হঠাৎ এয়ারক্রাফ্টটিতে গুরুতর টেকনিক্যাল গন্ডগোল দেখা দেয় ৷ কিন্তু আকাশে মাঝপথে সেই সমস্যা সামলে নিরাপদে এয়ারক্রাফ্ট নামিয়ে আনেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ ৷
আরও পড়ুন : পূর্ণ সামরিক মর্যাদায় বিদায় সৎপাল রাইকে, গোর্খা রীতি মেনে দেওয়া হল কবর
8 ডিসেম্বর তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের জঙ্গলে ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার MI-17V-5 (Military Chopper Crash in Tamil Nadu) ৷ এই কপ্টারে সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত-সহ 14 জন সেনা আধিকারিক (CDS Bipin Rawat) ৷ প্রত্যেকেই প্রাণ হারালেন ভয়াবহ কপ্টার দুর্ঘটনায় ৷ একমাত্র বেঁচে ছিলেন বরুণ সিং ৷ আজ তিনিও চলে গেলেন ৷ বরুণ সিংয়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷