বেঙ্গালুরু, 3 মার্চ: কর্ণাটকের বিজেপি বিধায়কের ছেলের বাড়ি থেকে উদ্ধার নগদ 6 কোটি টাকা ! বৃহস্পতিবার রাতে চান্নাগিরির বিধায়ক মাদাল বীরুপাক্ষর ছেলে প্রশান্ত মাদালকে গ্রেফতার করে লোকায়ুক্তের আধিকারিকরা ৷ অভিযোগ টেন্ডার পাস করিয়ে দেওয়ার জন্য তিনি 40 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে যান ৷ এরপরেই তাঁর বাড়িতে তল্লাশি চালায় লোকায়ুক্ত আধিকারিকদের একটি দল ৷ সেখানেই তল্লাশি চালিয়ে 6 কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা (Lokayukta Officials Seized 6 Crores from BJP MLA Son) ৷
জানা গিয়েছে, প্রশান্ত বিডব্লিউএসএসবি-র চিফ অ্যাকাউন্টেন্ট ৷ বৃহস্পতিবার রাতে বেঙ্গালুরুর ডলার কলোনিতে তাঁর বাড়িতে হানা দেয় লোকায়ুক্তের একটি দল ৷ সেখানে দীর্ঘ তল্লাশিতে থড়ে থড়ে টাকার বান্ডিল বাজেয়াপ্ত করেন লোকায়ুক্তের আধিকারিকরা ৷ পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকার পরিমাণ 6 কোটি ৷ এই ঘটনায় পুলিশ কর্ণাটক সোপ অ্যান্ড ডিটারজেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মহেশ এম এর বাড়িতে হানা দেয় লোকায়ুক্তের একটি দল ৷ তবে, তাঁর বাড়ি থেকে বিশেষ কিছু উদ্ধার করতে পারেননি তাঁরা ৷