নয়াদিল্লি, 21 মার্চ : করোনায় আক্রান্ত হলেন লোকসভার স্পিকার ওম বিড়লা ৷ তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে ৷ হাসপাতালের তরফে ওমের স্বাস্থ্যের অবস্থা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷
এইমসের বিবৃতি মোতাবেক, 19 মার্চ ওমের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ পরদিনই তাঁকে এইমসের কোভিড সেন্টারে ভর্তি করা হয় ৷ আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি ৷ প্রসঙ্গত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের করোনা পরীক্ষার রিপোর্টও গত শনিবার পজিটিভ আসে ৷
এদিকে, ভারতের করোনা পরিস্থিতিও ক্রমশ আবার জটিল হয়ে উঠছে ৷ শেষ 24 ঘণ্টায় নতুন করোনা আক্রান্ত হিসাবে চিহ্নিত হয়েছেন 43 হাজার 846 জন ৷ চলতি বছরে যা সর্বাধিক ৷ এর ফলে গোটা দেশে এখনও পর্যন্ত কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1 কোটি 15 লাখ 99 হাজার 130 ৷