পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lok Sabha: অনাস্থা প্রস্তাবে ভাষণ রাহুলের, অধিবেশেনর শুরুতেই হট্টগোল লোকসভায়

বুধবার লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দ্বিতীয়দিন ৷ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির ভাষণ দিয়ে তা শুরু হয় ৷ তবে তার আগে ব্যাপক হট্টগোল হয় সংসদের নিম্নকক্ষে ৷ একবার অধিবেশন মুলতুবিও করতে হয় ৷

By

Published : Aug 9, 2023, 12:34 PM IST

Lok Sabha
Lok Sabha

নয়াদিল্লি, 9 অগস্ট: বিরোধী সদস্যদের অব্যাহত স্লোগানের মধ্যে বুধবার সকাল 11টায় প্রশ্নোত্তর পর্ব দিয়ে লোকসভা অধিবেশন আবার শুরু হয় । লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা অবশ্য বিরোধী সদস্যদের শান্ত হতে নির্দেশ দেন ৷ মনে করিয়ে দেন লোকসভায় প্রশ্নোত্তর পর্বের গুরুত্ব ৷ যদিও সংসদের নিম্নকক্ষে কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন । তারা লোকসভায় বিরোধী জোটের নামে ‘ইন্ডিয়া’ স্লোগান দেওয়া হয় । তারা মণিপুরের হিংসা নিয়েও আলোচনারও দাবি তোলে ৷

তবে সংসদের নিম্নকক্ষের কার্যক্রম পুনরায় শুরু হলে, সদস্যরা 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ করে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন । লোকসভার সদস্যরাও শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন । তাঁরা 78তম বার্ষিকীতে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ভয়াবহ পারমাণবিক বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন । অন্যদিকে বিরোধী সদস্যদের হট্টগোলের মধ্যে রাজ্যসভা মুলতবি করে দেন চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকর ।

প্রশ্নোত্তর পর্বের মাঝেই সভা মুলতুবি হয়ে যায় ৷ তার পর আবার তা বেলা 12টায় শুরু হয় ৷ তা শুরু হওয়ার পর কিছু কাজ হয় ৷ তার পর শুরু হয় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের দ্বিতীয় দিনের আলোচনা ৷ প্রথমদিন রাহুল গান্ধির এই প্রস্তাবে ভাষণ দেওয়ার কথা ছিল ৷ কিন্তু তিনি তা বলেননি ৷ বরং এ দিন তাঁর ভাষণ দিয়ে শুরু হয় অনাস্থা প্রস্তাবে আলোচনা ৷

আগামিকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই অনাস্থা প্রস্তাবের উপর জবাবি ভাষণ দেওয়ার কথা ৷ তাই তার আগে এ দিন রাহুল গান্ধি কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণে ঠিক কী কী বলেন, সেই দিকেই নজর রয়েছে গোটা দেশের ৷

আরও পড়ুন:'গোটা ভারতই আমার ঘর', তুঘলক লেনের বাংলো ফিরে পেয়ে বললেন রাহুল

ABOUT THE AUTHOR

...view details