পশ্চিমবঙ্গ

west bengal

সংসদে হামলায় নিরাপত্তায় গাফিলতি ! সাসপেন্ড 8 আধিকারিক, সতর্ক থাকার বার্তা রাজনাথের

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 11:32 AM IST

Updated : Dec 14, 2023, 12:12 PM IST

Parliament security breach case: সংসদে নিরাপত্তায় গাফিলতির অভিযোগে 8 জন আধিকারিককে সাসপেন্ড করল লোকসভার সচিবালয় ৷ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, আগামী দিনে আরও সজাগ থাকতে হবে ৷

ETV Bharat
নয়া সংসদ ভবনে কড়া নিরাপত্তা

নয়াদিল্লি, 14 ডিসেম্বর: সংসদে নিরাপত্তা বলয় ভেঙে হামলার ঘটনায় 8 জন আধিকারিককে সাসপেন্ড করল লোকসভার সচিবালয় ৷ সূত্রের খবর, বুধবার এই হামলায় নিরাপত্তায় গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে ৷ বৃহস্পতিবার সেই কারণেই আধিকারিকদের বরখাস্ত করা হয়েছে ৷ সাসপেন্ড হওয়া আধিকারিকরা হলেন রামপাল, অরবিন্দ, বীর দাস, গণেশ, অনিল, প্রদীপ, ভিমিত্ত এবং নরেন্দ্র ৷

এদিকে আজ সকালে লোকসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অধ্যক্ষ ওম বিড়লাকে উদ্দেশ্যে বলেন, "আমরা প্রত্যেকে এই ঘটনার নিন্দে করেছি ৷ আপনিও স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনার বিষয়টি দেখেছেন ৷ সংসদে প্রবেশের পাশ ইস্যু করার ব্যাপারে আমাদের আরও সতর্ক হতে হবে ৷ ভবিষ্যতে সব রকম পদক্ষেপ করা হবে ৷"

বুধবারই সংসদে জঙ্গি হামলার 22 বছর পূর্ণ হল ৷ 2001 সালের 13 ডিসেম্বর সংসদে আচমকা হামলা চালিয়েছিল পাকিস্তানের লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের জঙ্গিরা ৷ সেই দিনেই লোকসভার মধ্যে হামলা চালায় দুই যুবক- সাগর শর্মা ও মনোরঞ্জন ডি ৷ শীতকালীন অধিবেশনের দিনে লোকসভার জিরো আওয়ার তখন শেষ পর্বে ৷ হঠাৎ দর্শকাসন থেকে নীচে লাফিয়ে পড়ে দুই যুবক ৷ সঙ্গে সঙ্গে তাদের জুতো থেকে হলুদ রঙের ধোঁয়া বেরতে থাকে ৷ তারা একেকটি বেঞ্চ লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ৷ এর সঙ্গে তারা স্লোগান দিচ্ছিল ৷ পরে অবশ্য নিম্নকক্ষে উপস্থিত সাংসদরা তাদের ধরে ফেলে ৷ পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

এদিকে ওই এক সময় সংসদের বাইরে থেকে অমল শিন্ডে আর নীলম দেবীকে গ্রেফতার করে পুলিশ ৷ তারাও সংসদের বাইরে থেকে হলুদ ধোঁয়া ছড়াচ্ছিল ৷ পাশাপাশি 'স্বৈরাচার চলবে না' বলে স্লোগানও দিচ্ছিল ৷ সাগর ও মনোরঞ্জন মাইসোরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার কাছ থেকে নতুন সংসদ ভবনে প্রবেশের পাশ পেয়েছিল ৷

বুধবার রাত পর্যন্ত এই ঘটনায় 5 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আরও একজনের সন্ধান চলছে ৷ ধৃতদের বিরুদ্ধে কঠোর ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ ৷ আজ সকাল থেকেই আরও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ শুধুমাত্র সাংসদদেরই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. সংসদে হামলা ! 5 অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দিল্লি পুলিশের
  2. সংসদে হামলার তদন্তে নয়া মোড়! 5 অভিযুক্তের নেপথ্যে ষড়যন্ত্রী অন্য কেউ, চাঞ্চল্যকর দাবি দিল্লি পুলিশের
  3. 'ভয়ে কাঁপছিলাম, মাথা কাজ করছিল না'; ইটিভি ভারতকে জানালেন সাংসদ খগেন মুর্মু
Last Updated : Dec 14, 2023, 12:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details