পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi: সাংসদ পদ ফিরল রাহুল গান্ধির, উচ্ছ্বসিত 'ইন্ডিয়া ' - সুপ্রিম কোর্ট

Lok Sabha Secretariat Restores Membership of Wayanad MP Rahul Gandhi: সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধি । তাঁর সাংসদ পদ ফেরানোর কথা লিখিতভাবে জানাল লোকসভার সচিবালয় ৷ রাহুলের সাংসদ পদ ফিরতেই খুশির মেজাজ বিরোধী শিবিরে ৷

Rahul Gandhi ETV BHARAT
Rahul Gandhi

By

Published : Aug 7, 2023, 10:45 AM IST

Updated : Aug 7, 2023, 11:33 AM IST

নয়াদিল্লি, 7 অগস্ট: সাংসদ পদ ফিরে পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ সোমবার লোকসভার সচিবালয় রাহুলের সাংসদ পদ পুনরায় ফিরিয়ে দিয়েছে ৷ সুপ্রিম কোর্ট সুরাত আদালতের রায়ে স্থগিতাদেশ দেওয়ার পর রাহুলের সাংসদ পদ ফেরানো নিয়ে জল্পনা ছিলই । সোমবার বাদল অধিবেশনের শুরুর আগেই লোকসভার সচিবালয় থেকে রাহুল গান্ধির ওয়াইনাডের সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হয়েছে ৷

সুরাতের নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রাহুল গান্ধি ৷ সেখানে আদালতের নির্দেশে রাহুল হলফনামা জমা দেন ৷ সেই হলফনামায় জানিয়েছিলেন, মোদি পদবি নিয়ে তাঁর করা মন্তব্যের জন্য তিনি ক্ষমা চাইবেন না ৷ ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই ৷ এমনকি তাঁকে যে শাস্তি দেওয়া হয়েছে, সেই রকম মাত্রার কোনও অপরাধ তিনি করেননি ৷ বিচার ব্যবস্থার অবমাননা করা হচ্ছে বলে সেই হলফনামায় উল্লেখ করেন রাহুল ৷ অভিযোগ করেন, জনপ্রতিনিধি আইনের অপব্যবহার করা হয়েছে ৷

রাহুলের হলফনামা জমা দেওয়ার পর, গত শুক্রবার সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দেয় ৷ তার পরেই আজ ফের সাংসদ পদে রাহুল গান্ধিকে পুনর্বহাল করা হল লোকসভার সচিবালয়ের তরফে ৷ রাহুলের সাংসদ পদ ফেরানোর যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, সেটির একটি ছবিও কংগ্রেস টুইট করেছে ৷ যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘ঘৃণার বিরুদ্ধে ভালবাসার জয় ৷’’

আরও পড়ুন:রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়া সহজ হবে না ! উদ্বেগে কংগ্রেস

এ দিন রাহুল গান্ধির সাংসদ পদ ফিরে আসার পরেই একে অপরকে মিষ্টিমুখ করালেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদরা ৷ মল্লিকার্জুন খাড়গের ঘরে অধীর চৌধুরী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, জয়রাম রমেশ, সঞ্জয় রাউতদের মিষ্টিমুখ করার ভিডিয়ো পোস্ট করেছে কংগ্রেস ৷ ছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিং, সাংসদ মনোজ ঝা, সুস্মিতা দেব-সহ অন্যান্যরাও ৷

আরও পড়ুন:শাস্তিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি রাহুলের

‘মোদি’ পদবি নিয়ে 2019 লোকসভার নির্বাচনী প্রচারে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধি ৷ সেখানে ললিত মোদি এবং নীরব মোদিদের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছিলেন তিনি ৷ রাহুলের মন্তব্য ছিল, ‘‘সব চোরদের পদবি কেন ‘মোদি’ হয় ?’’ তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে গুজরাতের এক বিজেপি বিধায়ক রাহুল গান্ধির বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রীর পদকে অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন ৷ যার দীর্ঘ শুনানিতে গত মার্চ মাসে রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করা হয় এবং 2 বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় সুরাতের নিম্ন আদালত ৷

Last Updated : Aug 7, 2023, 11:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details