নয়াদিল্লি, 7 অগস্ট: সাংসদ পদ ফিরে পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ সোমবার লোকসভার সচিবালয় রাহুলের সাংসদ পদ পুনরায় ফিরিয়ে দিয়েছে ৷ সুপ্রিম কোর্ট সুরাত আদালতের রায়ে স্থগিতাদেশ দেওয়ার পর রাহুলের সাংসদ পদ ফেরানো নিয়ে জল্পনা ছিলই । সোমবার বাদল অধিবেশনের শুরুর আগেই লোকসভার সচিবালয় থেকে রাহুল গান্ধির ওয়াইনাডের সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হয়েছে ৷
সুরাতের নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রাহুল গান্ধি ৷ সেখানে আদালতের নির্দেশে রাহুল হলফনামা জমা দেন ৷ সেই হলফনামায় জানিয়েছিলেন, মোদি পদবি নিয়ে তাঁর করা মন্তব্যের জন্য তিনি ক্ষমা চাইবেন না ৷ ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই ৷ এমনকি তাঁকে যে শাস্তি দেওয়া হয়েছে, সেই রকম মাত্রার কোনও অপরাধ তিনি করেননি ৷ বিচার ব্যবস্থার অবমাননা করা হচ্ছে বলে সেই হলফনামায় উল্লেখ করেন রাহুল ৷ অভিযোগ করেন, জনপ্রতিনিধি আইনের অপব্যবহার করা হয়েছে ৷
রাহুলের হলফনামা জমা দেওয়ার পর, গত শুক্রবার সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দেয় ৷ তার পরেই আজ ফের সাংসদ পদে রাহুল গান্ধিকে পুনর্বহাল করা হল লোকসভার সচিবালয়ের তরফে ৷ রাহুলের সাংসদ পদ ফেরানোর যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, সেটির একটি ছবিও কংগ্রেস টুইট করেছে ৷ যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘ঘৃণার বিরুদ্ধে ভালবাসার জয় ৷’’