পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লোকসভা ভোটের প্রস্তুতি পর্যালোচনা শুরু করল নির্বাচন কমিশন - ECI

Lok Sabha Polls ECI conference with CEO: কমিশন সূত্রে খবর, এই বৈঠকে মূলত 2024 সালের সাধারণ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করা হবে ৷ দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ, কমিশনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি সিইও'রাও অংশ নেবেন ৷

Etv Bharat
Etv Bharat

By ANI

Published : Jan 11, 2024, 5:14 PM IST

নয়াদিল্লি, 11 জানুয়ারি: লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি ৷ তার আগে দেশের সাধারণ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করার জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার দু'দিনের বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন।

এদিন দিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (আইআইআইডিইএম)-এ শুরু হওয়া সম্মেলনে এই বছর অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি)-এর নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ, ইসি'র প্রধান কার্যালয়ের শীর্ষ আধিকারিক এবং প্রতি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা বৈঠকে অংশ নিয়েছেন। এদিন সকালে দিল্লিতে সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে এই দু'দিনের সম্মেলন শুরু হয়েছে আইআইআইডিইএম-এ ৷

কমিশন সূত্রে খবর, এই বৈঠকে মূলত 2024 সালের সাধারণ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করা হবে ৷ দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ, কমিশনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি সিইও-রাও অংশ নেবেন ৷ 2019 সালের সাধারণ নির্বাচনে বিজেপি দেশের 542টি আসনের মধ্যে রেকর্ড 303টি আসন জিতে কার্যত ইতিহাস তৈরি করেছিল ৷ যেখানে কংগ্রেস মাত্র 52টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছিল ৷ নরেন্দ্র মোদি প্রথম অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি একক পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য লোকসভায় প্রবেশ করেন ৷

বিজেপি সূত্রে খবর, আসন্ন লোকসভা ভোটে বিজেপি আরও বেশি আসন নিয়ে কেন্দ্রে ক্ষমতায় আসতে চাইছে ৷ যার জেরে আরও বেশি সংখ্যক আসনেও তারা প্রার্থী দিতে চাইছে ৷ 2024-এর লোকসভা নির্বাচনের জন্য হাতে গোনা কয়েকমাস বাকি আছে ৷ রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই প্রচারের পরিকল্পনা শুরু করে দিয়েছে ৷ আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগি চুক্তিতে পৌঁছনোর জন্য 'ইন্ডিয়া' জোটের অংশীদারদের মধ্যে আলোচনাও শুরু হতে চলেছে ৷ অন্যদিকে, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা মঙ্গলবার দলের বৈঠকে সভাপতিত্ব করতে গুয়াহাটিতে পৌঁছেছেন।

অন্যদিকে, লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগি 'ইন্ডিয়া' জোটের সদস্যদের জন্য বিরোধের একটি প্রধান বিষয় হয়ে গিয়েছে। সাধারণ নির্বাচনের জন্য আসন বণ্টন বিশেষ করে কংগ্রেসের জন্য তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর মাঝেই ভোটের প্রস্তুতি শুরু করে দিল কমিশন ৷

(এএনআই)

আরও পড়ুন:

  1. এবার ইডির নজরে শেখ শাহজাহানের আলিশান হোটেল, হামলার ব্লু-প্রিন্ট কি সেখানে বসেই ?
  2. 'পালানোর লোক নয়, সন্দেশখালিতেই আছেন', চাঞ্চল্যকর দাবি শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের
  3. সন্দেশখালিকাণ্ডে কড়া কমিশন, ভোট ঘোষণার আগেই মিডিয়ায় উপর নজরদারির নির্দেশ

ABOUT THE AUTHOR

...view details