নয়াদিল্লি, 30 নভেম্বর:2000 সাল থেকে 2019 সাল পর্যন্ত দেশের বায়ুদূষণ (air pollution in India) নিয়ে অন্তত 368টি প্রশ্ন উত্থাপিত হয়েছে লোকসভায় (Lok Sabha) ৷ এর মধ্যে 200টিরও বেশি প্রশ্ন তোলা হয়েছে 2016 সালের পরবর্তী সময়ে ৷ অত্যধিক নাড়া পোড়ানোর জেরেই মানুষের স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে বলে অনেকে দাবি করেছেন ৷ সেন্টার ফর পলিসি রিসার্চের (Centre for Policy Research) একটি পত্রিকায় এই তথ্য তুলে ধরা হয়েছে ৷
সোমবার সংসদের শীতকালীন অধিবেশনের (winter session of Parliament) শুরুর দিনে 'এয়ারিং ডিফারেন্স ? রিডিং দ্য পলিটিক্যাল ন্যারেটিভ অন এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া' নামে পত্রিকার উদ্বোধন করা হয় ৷ এতেই জানানো হয়েছে যে, বায়ু দূষণ নিয়ে 368টি প্রশ্নের মধ্যে 200টিরও বেশি উত্থাপন করা হয়েছে 2016 সালের পর ৷ অর্থাৎ গত কয়েক বছরে সংসদে এই বিষয় নিয়ে রাজনৈতিক পর্যালোচনা যথেষ্ট বেড়েছে ৷
2019 সালের নভেম্বর মাসে সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে বায়ুদূষণ নিয়ে হওয়া 11 ঘণ্টার আলোচনা পর্ব তুলে ধরা হয়েছে এই পত্রিকায় ৷ 2016 সালের আগে দূষণের কারণ হিসেবে মূলত শিল্প, বিদ্যুৎকেন্দ্র ও যানবাহন - এই তিনটে বিষয়কেই দায়ী করা হত ৷ তবে সাম্প্রতিক কয়েক বছরে সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়েছে নাড়া পোড়ানো ৷ তবে নজর দেওয়া হচ্ছে যানবাহন ও শিল্পের থেকে হওয়া দূষণের দিকেও ৷
আরও পড়ুন:Kapil Sibal on Suspension of 12 MPs: সরকার সংসদকে নিষ্ক্রিয় রাখতে চায়, 12 সাংসদ বরখাস্তে তোপ সিবালের