নয়াদিল্লি, 27 মার্চ: ফৌজদারি মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় জনপ্রতিনিধিত্ব আইনে ইতিমধ্যেই সাংসদ পদ বাতিল হয়েছে রাহুল গান্ধির (Rahul Gandhi) ৷ এবার বাংলো ছাড়াও হতে চলেছেন তিনি ৷ সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, তুঘলক লেনের বাংলো ছেড়ে দেওয়ার জন্য রাহুলকে নোটিশ পাঠিয়েছে লোকসভার হাউজিং কমিটি ৷ 22 এপ্রিলের মধ্যে তাঁকে ওই বাংলো ছাড়তে বলা হয়েছে ৷ 23 এপ্রিল থেকে আর ওই সরকারি আবাস ব্যবহার করতে পারবেন না রাহুল (notice to Rahul Gandhi by Lok Sabha Housing Commitee) ৷
নিয়ম অনুযায়ী, সাংসদ পদ বাতিল হওয়ার 30 দিনের মধ্যে কোনও সাংসদকে তাঁর জন্য বরাদ্দকৃত বাংলো ছেড়ে দিতে হয় ৷ রাহুলকে গত শুক্রবার লোকসভার সাংসদ পদ থেকে সরিয়ে দিয়েছেন স্পিকার ওম বিড়লা ৷ তার 3 দিনের মধ্যে তাঁকে বাংলো ছাড়ার নির্দেশ দেওয়া হল ৷ বর্তমানে লুটিয়েন্স দিল্লির 12, তুঘলক লেনের বাংলোটি রয়েছে রাহুলের নামে ৷ 2004 সালে প্রথমবার আমেঠি থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে এই বাংলোতেই থাকেন তিনি ৷