নয়াদিল্লি 6, ফেব্রুয়ারি:আদানি (Opposition protests over Adani issue) ইস্যুতে আজও তপ্ত সংসদ ৷ আদানি গ্রুপ কোম্পানির স্টকগুলিতে জালিয়াতির অভিযোগের তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে সোমবার লোকসভায় তুমুল বিক্ষোভ দেখাল বিরোধী দলগুলি ৷ হই-হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি (Lok Sabha Adjourned) করা হয়েছে ।
ওয়েলে নেমে স্লোগান বিরোধীদের: সপ্তাহান্তের বিরতির পরে অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের সাংসাদরা ওয়েলে নেমে এসে স্লোগান দিতে শুরু করেন ৷ আদানি গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং এই কর্পোরেট জায়ান্টের ব্যবসায়িক পদ্ধতির তদন্তের দাবি জানান বিরোধীরা । লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সবাইকে নিজেদের আসনে ফিরে গিয়ে বিতর্কে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান ।
বিরোধীদের কাছে আবেদন স্পিকারের: তিনি বলেন, "এটা ঠিক না ৷ স্লোগান দেওয়া সংসদের মর্যাদার পরিপন্থী । জনগণ তাঁদের ইস্যু সংসদে তুলে ধরতে আপনাদের নির্বাচিত করেছেন কিন্তু আপনারা বিতর্কে অংশ নিতে আগ্রহী নন ।" বিড়লা বলেন যে, বিরোধী দলের সাংসদদের তাঁর চেম্বারে এসে তাঁর সঙ্গে নিজেদের দাবি নিয়ে আলোচনা করা উচিত ।
সংসদের মর্যাদা বজায় রাখার অনুরোধ অধ্যক্ষের: অধ্যক্ষ বিরোধীদের আশ্বস্ত করে বলেন, তিনি বিরোধীদের বিষয়গুলি লোকসভায় উত্থাপন করার জন্য যথেষ্ট সময় দেবেন । তাঁর কথায়, "এটা সংসদ । কিছুটা মর্যাদা বজায় রাখুন । এটি একটি সম্মানিত কক্ষ । এটি বিতর্ক ও আলোচনা করার জন্য । আপনারা যেভাবে হাউসের মর্যাদা ভাঙছেন তা ঠিক নয় ৷"