পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Run Over by Train: রেলে কাটা পড়ে মৃত্যু দুই ট্রেনচালকের, দু'জনেই বাংলার বাসিন্দা - ঝাড়খণ্ডের খবর

রেলে কাটা পড়ে মৃত্যু হল এক ট্রেনচালক (Loco Pilot) এবং তাঁর সহকারীর (Assistant Loco Pilot) ৷ ঝাড়খণ্ডের রাজখরসংবা রেল ইয়ার্ডের ঘটনায় (Run Over by Train) শোকস্তব্ধ রেলকর্মীরা ৷ মৃতরা পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন ৷

Loco Pilot and Assistant Loco Pilot from West Bengal died by Train in Jharkhand
Run Over by Train: রেলে কাটা পড়ে মৃত্যু, প্রয়াত দুই ট্রেনচালকই বাংলার বাসিন্দা

By

Published : Nov 19, 2022, 6:20 PM IST

Updated : Nov 19, 2022, 6:30 PM IST

জামশেদপুর, 19 নভেম্বর: ট্রেনে কাটা পড়ে প্রাণ হারাতে হল এক ট্রেনচালক (Loco Pilot) এবং এক সহকারী ট্রেনচালককে (Assistant Loco Pilot) ৷ তাঁরা দু'জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন ৷ শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাজখরসংবা রেল ইয়ার্ডে ৷ রেলের এক আধিকারিক জানিয়েছেন, গভীর রাতে হাওড়া থেকে মুম্বইগামী একটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন (Run Over by Train) তাঁদের দুই সহকর্মী ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোকস্তব্ধ রেলের কর্মী ও আধিকারিকরা ৷

রেল সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন লোকো পাইলট ডিকে সাহানা এবং সহকারী লোকো পাইলট মহম্মদ আফসর আলম ৷ এঁদের মধ্য়ে প্রথমজনের বয়স 53 বছর এবং দ্বিতীয়জন 36 বছরের ৷ মধ্যরাতের পর 12টা 18 মিনিট নাগাদ প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হন তাঁরা ৷ মৃতরা দু'জনই দক্ষিণ-পূর্ব রেলের অধীনে চক্রধরপুরে কর্মরত ছিলেন ৷ দুর্ঘটনার সময় একটি মালগাড়ির ইঞ্জিন বদল করছিলেন তাঁরা ৷ সেই সময়েই পাশের লাইন দিয়ে যাচ্ছিল প্যাসেঞ্জার ট্রেনটি ৷ কিন্তু, সেদিকে সম্ভবত খেয়াল করেননি দুই রেলকর্মী ৷ ফলে তাঁরা ওই লাইনে উঠে পড়েন এবং তাঁদের উপর দিয়েই চলে যায় ট্রেন ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সহকর্মীর ৷ প্রসঙ্গত, এই ঘটনায় মৃত দুই রেলকর্মীই পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ এঁদের মধ্যে ডি কে সাহানার বাড়ি বাঁকুড়ায় ৷ আর মহম্মদ আফসর আলমের বাড়ি বনপুরে ৷

আরও পড়ুন:লাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু রেলকর্মীর

পরবর্তীতে রেল পুলিশ দেহ দু'টি উদ্ধার করে ৷ রেল হাসপাতালে দু'টি দেহেরই ময়নাতদন্ত হবে ৷ তারপর সেগুলি মৃতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে ৷ রেলের তরফে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণও দেওয়া হবে ৷ কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয়েছে এই দুই রেলকর্মীর ৷ ফলে তাঁদের দু'জনের পরিবারই নির্দিষ্ট ক্ষতিপূরণ ও সুযোগ-সুবিধা পাবে বলে দাবি সূত্রের ৷ অন্যদিকে, ঠিক কীভাবে এই ঘটনা ঘটল, তা রেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খতিয়ে দেখা হবে ৷ তবে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রেল লাইনে উঠে অসাবধান হওয়ারই খেসারত দিতে হয়েছে সাহানা এবং আলমকে ৷

Last Updated : Nov 19, 2022, 6:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details