পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাড়ছে সংক্রমণ, 35 ঘণ্টার লকডাউন মহারাষ্ট্রের অমরাবতীতে - 35 ঘণ্টার লকডাউন মহারাষ্ট্রের অমরাবতীতে

শনিবার রাত 8 টা থেকে সোমবার সকাল 7 টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে মহারাষ্ট্রের অমরাবতীতে ।

Lockdown in Maharashtra's Amravati
ফাইল ছবি

By

Published : Feb 18, 2021, 8:35 PM IST

অমরাবতী (মহারাষ্ট্র), 18 ফেব্রুয়ারি : মহারাষ্ট্রে ফের বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ । এই পরিস্থিতিতে ফের লকডাউন জারি করা হল মহারাষ্ট্রের অমরাবতী জেলায় । শনিবার (20 ফেব্রুয়ারি) থেকে 35 ঘণ্টার লকডাউন জারি থাকবে অমরাবতীতে ।

অমরাবতীর ডিস্ট্রিক্ট কালেক্টর শেলেশ নাভাল জানিয়েছেন, শনিবার রাত 8 টা থেকে সোমবার সকাল 7 টা পর্যন্ত লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে ।

বুধবার মহারাষ্ট্রে 4 হাজার 787 জনের শরীরে করোনার সংক্রমণের হদিস মিলেছে । চলতি বছরে এটাই মহারাষ্ট্রে একদিনে সর্বাধিক সংক্রমণ । মহারাষ্ট্রের জেলাগুলির মধ্যে অমরাবতীতে সংক্রমণের হার সবথেকে দ্রুত বেড়েছে । মঙ্গলবার যেখানে 82 জনের শরীরে সংক্রমণের হদিস মিলেছিল, সেখান থেকে বুধবার 230 জনের শরীরে করোনার হদিস মেলে ।

আরও পড়ুন : যুদ্ধকালীন তৎপরতায় টিকাকরণ

পরিস্থিতি যাতে নাগালের বাইরে না বেরিয়ে যায়, তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রবাসীকে সাবধান করে দিয়েছিলেন । বলেছিলেন, করোনাবিধি ঠিকভাবে মানা না হলে, আবার নতুন করে লকডাউন জারি করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details