বেঙ্গালুরু, 3 জুন :আগামী 14 জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হল দক্ষিণী রাজ্য কর্নাটকে ৷ যেহেতু রাজ্য়জুড়ে এখনও সম্পূর্ণ বাগে আসেনি করোনার সংক্রমণ এবং কোভিড আক্রান্তদের মৃত্য়ুর ঘটনা, তার জন্যই এই সিদ্ধান্ত ৷ বৃহস্পতিবার একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ৷ পাশাপাশি, গ্রামীণ এলাকাগুলিতে যেভাবে ছড়াচ্ছে ভয়ঙ্কর ভাইরাস, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ৷
সূত্রের খবর ছিল, করোনার শৃঙ্খল ভাঙতে যেসমস্ত বিধিনিষেধ জারি করা হয়েছে, সেগুলি হয়তো অপরিবর্তিতই রাখবে সরকার ৷ আন্তর্জেলা যাতায়াতের ক্ষেত্রেও বিধিনিষেধ একই থাকবে ৷ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য সকাল ছ’টা থেকে 10 টা পর্যন্ত কিছু শিথিলতা আগে থেকেই ছিল ৷ সূত্রের দাবি ছিল, অপরিবর্তিত থাকবে এই আচরণবিধিও ৷ যদিও এ বিষয়ে সরকারের উপর প্রবল চাপ রয়েছে ৷ অনেকেরই দাবি, শিথিলতার সময়সীমা বাড়িয়ে সকাল ছ’টা থেকে দুপুর দু’টো পর্যন্ত করা হোক ৷