পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

''কোরোনার সংক্রমণ বাড়তে থাকলে 8-15 দিনের মধ্যে মহারাষ্ট্রে লকডাউন''

মহারাষ্ট্রে বেড়েই চলেছে কোরোনার সংক্রমণ। এ ভাবে চলতে থাকলে আগামী 8-15 দিনের মধ্যে লকডাউন ঘোষণা হবে রাজ্যজুড়ে। বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

"Lockdown If Cases Keep Rising For 8-15 Days," Says Uddhav Thackeray
''কোরোনার সংক্রমণ বাড়তে থাকলে 8-15 দিনের মধ্যে মহারাষ্ট্রে লকডাউন''

By

Published : Feb 22, 2021, 7:11 AM IST

মুম্বই, 22 ফেব্রুয়ারি: ক্রমেই ঘোরালো হচ্ছে মহারাষ্ট্রের কোভিড পরিস্থিতি। রাজ্যের অবস্থা যথেষ্ট উদ্বেগজনক বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সংক্রমিতের সংখ্যা এ ভাবে বাড়তে থাকলে, আগামী 8 থেকে 15 দিনের মধ্যে রাজ্যজুড়ে ফের লকডাউন ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

একটি ভারচুয়াল বক্তৃতায় উদ্ধব বলেছেন, ''আমাদের কি ফের লকডাউন প্রয়োজন? আপনারা যদি দায়িত্বশীল আচরণ করেন, তাহলে আগামী 8 দিনের মধ্যে আমরা জানতে পেরে যাব। যাঁরা লকডাউন চান না, তাঁর মাস্ক পরবেন। আর যাঁরা লকডাউন চান, তাঁরা মাস্ক পরবেন না। কাজেই মাস্ক পরুন আর লকডাউনকে না বলুন।'' এটা কোরোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ কি না, আগামী 8-15 দিনের মধ্যে তা বোঝা যাবে বলেও জানান উদ্ধব।

দেশে কোরোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। তবে দেশজুড়ে দৈনিক সংক্রমণের হার নিম্নমুখী হওয়ার পাশাপাশি এই রাজ্যেও সেই ছবিই দেখা গিয়েছিল। তবে সপ্তাহখানেক ধরে ফের উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কোরোনার সংক্রমণ। তিন মাস পর গত শুক্রবার মহারাষ্ট্রের দৈনিক সংক্রমণ 6,000 ছাড়িয়ে যায়। রবিবার সেখানে সংক্রমিত হন আরও 6,971 জন। কোভিডে আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয় 35 জনের। রাজধানী মুম্বইতেই রবিবার সংক্রমিত হন 921 জন।

আরও পড়ুন:মহারাষ্ট্রে নতুন করে কোরোনা সংক্রমণ, আক্রান্ত একাধিক নেতা-মন্ত্রী

উদ্ধবের কথায়, ''কোরোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা বাড়ছে...রোজ রাজ্যে 2,000-2,500 আক্রান্ত হচ্ছিলেন। আর এখন সেই সংখ্য়াটা 7,000-এর কাছাকাছি চলে গিয়েছে। অ্যাক্টিভ রোগীর সংখ্যা 40,000 থেকে এক লাফে বেড়ে হয়েছে 53,000। গত বছর কোরোনার সংক্রমণ যখন সবচেয়ে বেশি ছিল, তখন এখানে যা সংক্রমিত হত, এখনও তাই হচ্ছে। কাজেই ভাবুন, এই বৃদ্ধি সর্বোচ্চ স্তরে পৌঁছলে কী পরিস্থিতি হবে। এ রকম চলতে থাকলে আগামী 8-15 দিনের মধ্যে লকডাউন ঘোষিত হবে।''

ABOUT THE AUTHOR

...view details