নিউদিল্লি, 7 মে : দীর্ঘ দিনের জন্য লকডাউন নয়, কিন্তু এই মুহূর্তে কয়েক সপ্তাহের জন্য সব কিছু বন্ধ রাখা প্রয়োজন, জানালেন আমেরিকার চিকিৎসক বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি ৷
তাঁর কথায়, "এটা পরিষ্কার যে দেশের বেশির ভাগ অংশ, বিশেষত যে জায়গাগুলোতে সংক্রমণের হার বেশি, সেগুলো বন্ধ রাখুন, মানে ছ'মাসের জন্য নয়, তবে দু'হপ্তা, তিন হপ্তা, চার হপ্তার জন্য ৷ এতে কোভিড-19-এর সংক্রমণ ছড়ানোর হার কমবে ৷ এর পর রোগীর সংখ্যা কমতে থাকলে যত দ্রুত সম্ভব আরও বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হোক ৷" আর তখনই এই প্যানডেমিককে সামলানো সম্ভব হবে, মত তাঁর ৷