বৌধ(ওড়িশা), 3 অগস্ট: কারও পৌষ মাস তো কারও সর্বনাশ ৷ ওড়িশায় একদিকে ভারী ও অবিরাম বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে মৎস্য দফতরের পুকুরগুলি ৷ বিপুর ক্ষতির মুখে মাথায় হাত আধিকারিকদের ৷ অন্যদিকে জলের তোড়ে পুকুরের মাছ উঠে আসছে রাস্তায় ৷ তাতে বেজায় খুশি এলাকাবাসীরা ৷ জাল ও ঘুনি নিয়ে তারা নেমে পড়েছে একেবারে মাছ ধরতে ৷ এরপর টপ টপ করে বড় বড় মাছ ধরে ব্যাগে ঢুকিয়ে নিয়ে স্থানীয়রা রওনা দিচ্ছে বাড়ির দিকে ৷ আজ তাদের যেন পয়া দিন ৷ তবে এই খবর ছড়িয়ে পড়তে এক দু'জন নয়, বরং অসংখ্য মানুষ মাছ ধরতে ভিড় জমিয়েছেন রাস্তায় ৷
এই দৃশ্য দেখা যাচ্ছে ওড়িশার বৌধ এলাকায় প্লাবিত জাতীয় সড়ক 57-এ । জানা গিয়েছে, গত দু'দিন ধরে ওড়িশায় লাগাতার বৃষ্টি হয়েই চলেছে ৷ যার ফলে অনেক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে । তার মধ্যে রয়েছে বৌধ এলাকাও ৷ সেখানে মৎস্য দফতরের পুকুরগুলি প্লাবিত হয়েছে ৷ এর ফলে সব মাছ উঠে আসছে রাস্তার উপর ৷ এ বিষয়ে মৎস্য আধিকারিক লিপসা পট্টনায়েক বলেন, "ভারী বৃষ্টিতে প্রায় দুই টন মাছ ভেসে গিয়েছে । এতে প্রায় নয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে ।"