পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Locals Catch Fish on Roads: ওড়িশায় জাতীয় সড়কে মাছ ধরতে ভিড় স্থানীয়দের, দেখুন ভিডিয়ো - জাতীয় সড়কে মাছ

Heavy Rainfall in Odisha: ভারী বৃষ্টির জেরে মৎস দফতরের পুকুরগুলি প্লাবিত হয়ে বৌধ এলাকার জাতীয় সড়কে উঠে এসেছে মাছ ৷ ধরতে ভিড় জমিয়েছে স্থানীয়রা ৷

Locals Catch Fish in Roads
জাতীয় সড়কে মাছ ধরতে ভিড় স্থানীয়দের

By

Published : Aug 3, 2023, 12:34 PM IST

ওড়িশায় জাতীয় সড়কে মাছ ধরতে ভিড় স্থানীয়দের

বৌধ(ওড়িশা), 3 অগস্ট: কারও পৌষ মাস তো কারও সর্বনাশ ৷ ওড়িশায় একদিকে ভারী ও অবিরাম বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে মৎস্য দফতরের পুকুরগুলি ৷ বিপুর ক্ষতির মুখে মাথায় হাত আধিকারিকদের ৷ অন্যদিকে জলের তোড়ে পুকুরের মাছ উঠে আসছে রাস্তায় ৷ তাতে বেজায় খুশি এলাকাবাসীরা ৷ জাল ও ঘুনি নিয়ে তারা নেমে পড়েছে একেবারে মাছ ধরতে ৷ এরপর টপ টপ করে বড় বড় মাছ ধরে ব্যাগে ঢুকিয়ে নিয়ে স্থানীয়রা রওনা দিচ্ছে বাড়ির দিকে ৷ আজ তাদের যেন পয়া দিন ৷ তবে এই খবর ছড়িয়ে পড়তে এক দু'জন নয়, বরং অসংখ্য মানুষ মাছ ধরতে ভিড় জমিয়েছেন রাস্তায় ৷

এই দৃশ্য দেখা যাচ্ছে ওড়িশার বৌধ এলাকায় প্লাবিত জাতীয় সড়ক 57-এ । জানা গিয়েছে, গত দু'দিন ধরে ওড়িশায় লাগাতার বৃষ্টি হয়েই চলেছে ৷ যার ফলে অনেক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে । তার মধ্যে রয়েছে বৌধ এলাকাও ৷ সেখানে মৎস্য দফতরের পুকুরগুলি প্লাবিত হয়েছে ৷ এর ফলে সব মাছ উঠে আসছে রাস্তার উপর ৷ এ বিষয়ে মৎস্য আধিকারিক লিপসা পট্টনায়েক বলেন, "ভারী বৃষ্টিতে প্রায় দুই টন মাছ ভেসে গিয়েছে । এতে প্রায় নয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে ।"

বুধবার ওড়িশার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে । এখনও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ আইএমডি বিজ্ঞানী এইচআর বিশ্বাস বলেন, "আগামী 24 ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে । পশ্চিম ওড়িশা জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উপকূলীয় জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হবে । সুন্দরগড়, সম্বলপুর-সহ বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ।"

আরও পড়ুন:নিম্নচাপ সরছে পশ্চিমে, বৃষ্টির দাপট কমে বাড়বে গরম

এর আগে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশে আবহাওয়া দফতরের আঞ্চলিক কেন্দ্র (আইএমডি) জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি নিম্নচাপে ঘনীভূত হয়েছে এবং যা বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ৷ যা আরও তীব্র হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে খবর ৷ আজ সন্ধ্যার দিকে খেপুপাড়ার কাছে বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে । এরপরে পরবর্তী 24 ঘণ্টার মধ্যে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details