পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লিভ-ইন সম্পর্ককে বৈধতা দিল না পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট - লিভ-ইন সম্পর্ক

লিভ-ইন সম্পর্ক নৈতিক ও সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় ৷ এক যুগলের আবেদন খারিজ করে এমনই পর্যবেক্ষণ দিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ৷

"Live-In Relationships Morally, Socially Unacceptable": Punjab and Haryana High Court Rejects Couple's Plea
লিভ-ইন সম্পর্ক নৈতিক ও সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

By

Published : May 18, 2021, 4:37 PM IST

Updated : May 18, 2021, 6:24 PM IST

চণ্ডীগড়, 18 মে: লিভ-ইন সম্পর্ক নৈতিকভাবে ও সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় ৷ এমনই মত পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের ৷ বাড়ি পালানো এক যুগলের সুরক্ষা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়ে এই পর্যবেক্ষণ জানিয়েছে আদালত ৷

19 বছরের গুলজা কুমারী ও 22 বছরের গুরবিন্দর সিং পিটিশনে জানিয়েছিলেন, তাঁরা একসঙ্গে থাকছেন এবং শিগগিরই বিয়ে করবেন ৷ তবে গুলজার পরিবারের তরফে তাঁদের প্রাণনাশের ঝুঁকি রয়েছে বলে আদালতের কাছে সুরক্ষা চেয়েছিল ওই যুগল ৷ তাঁদের আইনজীবী জানান, তরণ তারণে একসঙ্গে থাকেন ওই যুগল ৷ তবে গুলজার পরিবারের এই সম্পর্কে আপত্তি রয়েছে ৷ তাঁর বয়সের প্রমাণ-সহ অন্যান্য নথি পরিবারের কাছে থাকায় এখনই তাঁরা বিয়ে করতে পারছেন না বলেও আদালতকে জানায় যুগল ৷

আরও পড়ুন:আজ নয়, আগামীকালই হবে শুনানি; আগের নির্দেশই বহাল হাইকোর্টের

তবে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে ৷ বিচারপতি এইচএস মাদান বলেছেন, "এই পিটিশনের দ্বারা আবেদনকারীরা তাঁদের লিভ-ইন সম্পর্কে সম্মতি চাইছেন ৷ এমন সম্পর্ক নৈতিকভাবে ও সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এবং এ ক্ষেত্রে আবেদনকারীদের কোনও সুরক্ষার নির্দেশ দেওয়া যাবে না ৷ এই পিটিশন তাই খারিজ করে দেওয়া হচ্ছে ৷"

Last Updated : May 18, 2021, 6:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details