চণ্ডীগড়, 18 মে: লিভ-ইন সম্পর্ক নৈতিকভাবে ও সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় ৷ এমনই মত পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের ৷ বাড়ি পালানো এক যুগলের সুরক্ষা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়ে এই পর্যবেক্ষণ জানিয়েছে আদালত ৷
19 বছরের গুলজা কুমারী ও 22 বছরের গুরবিন্দর সিং পিটিশনে জানিয়েছিলেন, তাঁরা একসঙ্গে থাকছেন এবং শিগগিরই বিয়ে করবেন ৷ তবে গুলজার পরিবারের তরফে তাঁদের প্রাণনাশের ঝুঁকি রয়েছে বলে আদালতের কাছে সুরক্ষা চেয়েছিল ওই যুগল ৷ তাঁদের আইনজীবী জানান, তরণ তারণে একসঙ্গে থাকেন ওই যুগল ৷ তবে গুলজার পরিবারের এই সম্পর্কে আপত্তি রয়েছে ৷ তাঁর বয়সের প্রমাণ-সহ অন্যান্য নথি পরিবারের কাছে থাকায় এখনই তাঁরা বিয়ে করতে পারছেন না বলেও আদালতকে জানায় যুগল ৷