পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 8, 2022, 10:49 AM IST

Updated : Feb 8, 2022, 11:28 AM IST

ETV Bharat / bharat

Listen Kejriwal... listen Yogi : 'শুনুন যোগী... শুনুন কেজরিওয়াল', লকডাউনে শ্রমিকদের হেনস্থা নিয়ে সরগরম টুইটার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল লোকসভায় কংগ্রেস ও আপ-এর সমালোচনা করে দাবি করেন, এই দুই রাজনৈতিক দল পরিযায়ী শ্রমিকদের সঙ্গে চরম খারাপ ব্যবহার করেছে ৷ এর জবাবে টুইটারে একে অপরকে আক্রমণ করলেন যোগী আদিত্যনাথ ও অরবিন্দ কেজরিওয়াল (Listen Kejriwal... listen Yogi) ৷

Listen Kejriwal listen Yogi
মধ্যরাতে তুলকালাম যোগী বনাম আদিত্যনাথ

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ বনাম দিল্লির অরবিন্দ কেজরিওয়াল ৷ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিকদের অবস্থা নিয়ে কংগ্রেস আর আপকে তুলোধনা করেছেন ৷ তাঁর মন্তব্যকে ঘিরে যোগী-কেজরিওয়াল টুইটার যুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া (Listen Kejriwal versus listen Yogi late-night Twitter post PM Parliament speech) ৷

যোগী আদিত্যনাথকে আক্রমণ করে কেজরিওয়াল টুইটারে লেখেন (Listen Yogi), "যোগী শুনুন ৷ বিষয়টাকে ছেড়ে দিন ৷ যখন উত্তর প্রদেশে মৃত মানুষ নদীতে ভেসে যাচ্ছিল, সেই সময় আপনি কোটি কোটি টাকা খরচ করে টাইম ম্যাগাজিনে মিথ্যে প্রচার করেছেন ৷ আপনার মতো এরকম নিষ্ঠুর, নৃশংস নেতা আমি কখনও দেখিনি ৷"

এর প্রত্যুত্তরে যোগী লেখেন (Listen Kejriwal), "কেজরিওয়াল, আপনি শুনুন, আপনি দিল্লিতে থাকা উত্তর প্রদেশের শ্রমিকদের দিল্লি ছাড়তে বাধ্য করেছেন ৷ তখন সব মানুষ করোনা যন্ত্রণায় কাতর ৷ আপনার সরকার একটা অগণতান্ত্রিক এবং অমানবিক কাজ করেছে ৷ মাঝরাতে দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তে অসহায় মহিলা, এমনকি বাচ্চাদেরও ছেড়ে দিয়ে গিয়েছে ৷ আপনাকে একজন বিশ্বাসঘাতক বলব নাকি...৷"

আরও পড়ুন : Modi Attacks Congress-Rahul : নেহরুকে সামনে রেখে রাহুলকে নিশানা মোদির

আরেকটি টুইট করে আদিত্যনাথ জানান, কেজরিওয়াল মিথ্যে কথা বলায় পারদর্শী ৷ যখন পুরো দেশ প্রধানমন্ত্রীজির নেতৃত্বে করোনার মতো বিশ্ব মহামারির সঙ্গে লড়ছে, তখন কেজরিওয়াল ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের দিল্লি থেকে বাইরে বেরবার রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ৷ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল ৷ ঘুমন্ত শ্রমিকদের বাসে তুলে উত্তর প্রদেশের সীমান্তে ফেলে দিয়ে গিয়েছে ৷ কিন্তু উত্তর প্রদেশ সরকার বাসে করে পরিযায়ী শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে নিয়ে এসেছে ৷

মোদি লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন বক্তৃতা দিয়েছেন ৷ তারপরই বাকযুদ্ধে নামে দুই বিরোধী নেতা ৷ কোভিড-19 সংক্রমণের দিনগুলিতে কংগ্রেস ও আপ-এর ভূমিকার তীব্র নিন্দা করে মোদি বলেন, "পরিযায়ী শ্রমিকরা যাতে মুম্বই ছাড়তে পারে, তার জন্য কংগ্রেস তাদের বিনামূল্যে টিকিট দিয়েছে ৷ একই সময়, দিল্লি সরকারও জিপে করে বস্তি অঞ্চলগুলিতে ঘুরে ঘুরে ঘোষণা করেছে ৷ যারা বাড়ি যেতে চায়, দিল্লি থেকে তাদের জন্য বাসের বন্দোবস্ত করা হবে ৷ এর ফলে উত্তর প্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ডে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়েছে ৷"

দেশে কংগ্রেসের বর্তমান রাজনৈতিক অবস্থা বোঝাতে একটি পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদি ৷ কোনও রাজ্যেই কংগ্রেসের অস্তিত্ব নেই ৷ এই দাবি করে তিনি বলেন, "নাগাল্যান্ড 24 বছর আগে কংগ্রেসকে ভোট দিয়েছিল, ওড়িশা 27 বছর আগে ৷ গোয়া থেকেও আপনারা 28 বছর আগে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছিলেন ৷ 1988 সালে ত্রিপুরায় আর পশ্চিমবঙ্গে 1972-এ ৷ তেলেঙ্গানা গঠনে আপনারা কৃতিত্ব দাবি করেন, কিন্তু কোনও রাজ্যের মানুষ আপনাদের গ্রহণ করেনি ৷"

আরও পড়ুন : PM Modi Criticises Congress : এত হেরেও কংগ্রেসের অহঙ্কার যায়নি, লোকসভায় তুলোধোনা প্রধানমন্ত্রীর

তিনি এও দাবি করেন কংগ্রেস "বিভাজন এবং শাসন"-এর নীতি নিয়ে চলে ৷ তাই এখন 'টুকরে টুকরে গ্যাং'-এ পরিণত হয়েছে ৷ তারা তামিলদের আবেগকেও আঘাত করার চেষ্টা করেছিল ৷ সিডিএস জেনারেল বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জানানোর জন্য তামিলনাড়ুর বাসিন্দাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ৷

Last Updated : Feb 8, 2022, 11:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details