আমরেলি, 2 অগস্ট: গুজরাতের আমরেলি জেলায় ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু হল সিংহ শাবকের ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ৷ আমরেলির সাভারকুন্ডলা জঙ্গলের বোরালা রেলগেটের কাছে মহুয়া-ভাবনগর প্যাসেঞ্জার ট্রেনের নীচে চাপা পড়ে সিংহ শাবকটি ৷ বন দফতরের কর্মীদের অনুমান, মৃত শাবকটির বয়স 3 থেকে 4 মাস ৷ তবে, শাবকটি একা ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারছেন না বনকর্মীরা ৷ উল্লেখ্য, 10 দিন আগে রাজুলা-পিপাওয়াব রেলপথে পণ্যবাহী ট্রেনের ধাক্কায় পাঁচটি সিংহ মারা যায় ৷ যার মধ্যে একটি সিংহ শাবকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৷
সিংহ শাবকের মৃত্যুতে চিন্তিত প্রশাসন: এভাবে একের পর এক সিংহ শাবকের মৃত্যুতে চিন্তা বাড়ছে প্রশাসনের ৷ কীভাবে ট্রেনের ধাক্কায় সিংহ শাবকের মৃত্যু ঠেকানো সম্ভব? জবাবে অবসরপ্রাপ্ত বিচারক তথা সিংহ বিশেষজ্ঞ জয়দেব ধধল বলেন, “এটা তখনই সম্ভব হবে যখন রেল লাইনের উপর নজরদারি করার লোক রাখা হবে ৷ আর সেটা করতে হবে ঊর্ধ্বতন আধিকারিকদের নজরদারিতে ৷ নজরদারি দলকে প্রতিনিয়ত টহল দিতে হবে ৷ আর বন দফতরের কর্মীদের ট্রেনে থাকতে হবে ৷ জঙ্গলের মাঝে সিংহের এলাকায় ট্রেন পৌঁছলে গতির উপর নজর রাখতে হবে ৷ তিনটি বিষয় মাথায় রাখতে হবে, রেল ও বন বিভাগের সহযোগিতায় কার্যকরী নিয়মবিধি তৈরি করতে পারলেই, একমাত্র সিংহ ও সিংহ শাবকদের মৃত্যু বন্ধ হবে ৷’’