নয়াদিল্লি/নয়ডা: শুক্রবার উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় বড়সড় দুর্ঘটনা ৷ লিফট ছিঁড়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ তাঁদের সকলকে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ গ্রেটার নয়ডার পশ্চিমে অবস্থিত ড্রিম ভ্যালি প্রকল্পের নির্মাণাধীন বিল্ডিংয়ের সাইটে এই দুর্ঘটনাটি ঘটে ৷ আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷
জানা গিয়েছে বিল্ডিং তৈরির কাজ চলছিল সাইটে ৷ সেই সময় লিফটে উঠে শ্রমিকরা কাজ করছিলেন ৷ আচমকাই ছিঁড়ে যায় লিফটের দড়ি ৷ সেটি দ্রুত নিচে গিয়ে পড়ে ৷ ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ উপস্থিত শ্রমিকরা আহতদের উদ্ধার করে ও পুলিশে খবর দেয় ৷ সাইটে কাজ করার সময় হঠাৎ লিফটটি ছিঁড়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে ৷ শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ৷
শুক্রবার, আম্রপালি বিল্ডারের ড্রিম ভ্যালি প্রকল্পের নির্মাণাধীন ভবনে হঠাৎ লিফটটি ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণস্থলে একটি ম্যাটেরিয়াল লিফট ছিল, যাতে করে নানারকম সরঞ্জাম নামানো বা তোলা হত ৷ কিন্তু এদিন লিফটে ধারণক্ষমতার চেয়ে বেশি সরঞ্জাম ও লোক থাকায় লিফটটি ছিঁড়ে পড়ে ৷ পুলিশ ঘটনাস্থল থেকে শ্রমিকদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার খবর শ্রমিকদের পরিবারকে জানানো হয়েছে। সোসাইটির ম্যানেজার ও বিল্ডারকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে।