পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bipin Rawat Passes Away : সেনা কপ্টারেই থেমে গেল সেনা সর্বাধিনায়কের যাত্রা

বুধবার তামিলনাড়ুতে মর্মান্তিক চপার দুর্ঘটনায় 63 বছর বয়সে প্রাণ হারালেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত (Bipin Singh Rawat passes away in a chopper crash Coonoor) ৷ কুন্নুরের কাছে এদিন ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার এমআই-17 ভি5 (IAF Mi-17V5) চপার ৷ যাতে সওয়ার ছিলেন সস্ত্রীক বিপিন রাওয়াত-সহ 14 জন ৷

Bipin Rawat Passes Away
সেনা কপ্টারেই থেমে গেল সেনা সর্বাধিনায়কের যাত্রা

By

Published : Dec 8, 2021, 6:23 PM IST

Updated : Dec 9, 2021, 10:28 AM IST

কলকাতা, 8 ডিসেম্বর : প্রয়াত ভারতীয় সেনাবাহিনীর প্রথম সর্বাধিনায়ক বিপিন লক্ষ্ণণ সিং রাওয়াত (Bipin Laxman Singh Rawat) ৷ বুধবার তামিলনাড়ুর কুন্নুরে মর্মান্তিক চপার দুর্ঘটনায় 63 বছর বয়সে প্রাণ হারালেন দেশের সেনা সর্বাধিনায়ক৷ কুন্নুরের কাছে এদিন ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার এমআই-17 ভি-5 (IAF Mi-17V-5) চপার ৷

ঘটনাক্রমে প্রয়াত বিপিন রাওয়াতের জীবন :

  • 16 মার্চ, 1958 উত্তরাখণ্ডের রাজপুত পরিবারে জন্ম ৷
  • কয়েক প্রজন্ম ধরে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন পদে কর্মরত বিপিন রাওয়াতের পরিবার । বিপিন রাওয়াত ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত তাঁর পরিবারের তৃতীয় প্রজন্ম।
  • বাবা লক্ষ্ণণ সিং রাওয়াত ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল পদে আসীন ছিলেন ৷
  • প্রয়াত ভারতীয় সেনার সর্বাধিনায়কের ছাত্রজীবন শুরু দেরাদুনের কেমব্রিয়ান স্কুলে ৷ পরবর্তীতে সিমলার সেন্ট এডওয়ার্ড স্কুল উচ্চশিক্ষা লাভ করেন তিনি ৷
  • স্কুলের পাঠ শেষ করার পর মহারাষ্ট্রের খাদাকওয়াসলা জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে যোগদান বিপিন রাওয়াতের ৷
    উরি সার্জিক্যাল স্ট্রাইকের অন্যতম মাস্টার-প্ল্যানার ছিলেন বিপিন রাওয়াত
  • পরবর্তীতে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে যোগ দেন তিনি ৷ যেখানে তাঁকে 'সোর্ড অফ অনার' দেওয়া হয়।
  • 1978 সালের ডিসেম্বরে 11 গোর্খা রাইফেলসের 5ম ব্যাটেলিয়নে যোগ দেন রাওয়াত ৷
  • ভারতীয় সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগদানের পর রাওয়াত তাঁর সামরিক দক্ষতা দেখাতে শুরু করেন এবং 10 বছর জঙ্গি-বিরোধী অভিযান পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
  • 11 গোর্খা রাইফেলসের 5ম ব্যাটেলিয়নেকে নেতৃত্বদানের পর ভারতীয় সেনাবাহিনীর মেজর পদে উন্নীত হন বিপিন রাওয়াত ৷
    দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক হয়েছিলেন বিপিন লক্ষ্ণণ সিং রাওয়াত
  • মেজর হিসেবে জম্মু-কাশ্মীরের উরিতে একটি কোম্পানির কম্যান্ডার ছিলেন তিনি।
  • পরবর্তীতে ব্রিগেডিয়ার পদে উন্নীত হওয়ার পর সোপোরে রাষ্ট্রীয় রাইফেলসের 5 সেক্টরের কম্যান্ডার ছিলেন প্রয়াত ভারতীয় সেনার সর্বাধিনায়ক ৷
  • ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে (MONUSCO) চ্যাপ্টার VII মিশনে একটি বহুজাতিক ব্রিগেডকে নেতৃত্ব দেওয়ার জন্য বিপিন রাওয়াতের কাজ একাধিকবার প্রশংসিত হয়েছে।
  • মেজর জেনারেল হিসেবে পদোন্নতির পর 19তম পদাতিক ডিভিশনের অধিনায়ক এবং দক্ষিণাঞ্চলীয় সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রাওয়াত।
    সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠানে বিপিন রাওয়াত
  • সেনাবাহিনী প্রধান হওয়ার পূর্বে 1 জানুয়ারি, 2016 থেকে তিনি সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ৷
  • তাঁর দু'জন ঊর্ধ্বতন জেনারেলকে টপকে 17 ডিসেম্বর, 2016 সেনা প্রধান পদে বসেন বিপিন রাওয়াত ৷
  • 31 ডিসেম্বর, 2019 দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিপিন লক্ষ্ণণ সিং রাওয়াত
  • 8 ডিসেম্বর, 2021 সেনা কপ্টারেই থেমে গেল দেশের প্রথম সেনা সর্বাধিনায়েকর যাত্রা ৷
Last Updated : Dec 9, 2021, 10:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details