নয়াদিল্লি, 11 এপ্রিল: আদানি গোষ্ঠীতে জনসাধারণের অর্থ বিনিয়োগ করার জন্য বাধ্য করা হয়েছে এলআইসি-কে ৷ মঙ্গলবার এমনই অভিযোগ করল কংগ্রেস ৷ সরকারকে অবিলম্বে এই নিয়ে তদন্ত করার জন্য ফের যৌথ সংসদীয় কমিটি গঠন করার দাবি জানিয়েছে তারা ।
কংগ্রেসের যোগাযোগ বিভাগের দায়িত্বে থাকা জয়রাম রমেশ বলেছেন যে, প্রধানমন্ত্রীর প্রিয় ব্যবসায়িক গোষ্ঠীকে কঠিন পরিস্থিতির মধ্যে থেকে বের করে আনার জন্য খুব স্পষ্টভাবে এলআইসিকে তার পলিসিধারীদের তহবিল ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে ৷ এর ফলে জেপিসি গঠন আরও প্রয়োজনীয় এবং জরুরি হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি ৷ রমেশের মতে, গত কয়েক বছর ধরে আদানি গোষ্ঠীতে এলআইসি-এর বিনিয়োগ বাড়ছে এবং এই জীবনবিমা কোম্পানি 2023 সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আদানি এন্টারপ্রাইজের 3.75 লক্ষ শেয়ার কিনেছে ।
রমেশ বলেন, "আদানি গ্রুপ সম্পর্কে 2023 সালের 24 জানুয়ারি থেকে গুরুতর প্রশ্ন উত্থাপিত হতে শুরু করে । তারপর থেকে এই গ্রুপ সম্পর্কে প্রতিদিনই নতুন নতুন তথ্য প্রকাশিত হচ্ছে । এখন দেখা যাচ্ছে যে, আদানি এন্টারপ্রাইজে এলআইসি-এর হোল্ডিং 2023 সালের মার্চের শেষ নাগাদ 4.26 শতাংশে বেড়েছে ৷ এই বৃদ্ধি এমন সময়ে হয়েছে, যখন আদানি এন্টারপ্রাইজের স্টকের বাজারমূল্য প্রায় 60 শতাংশ কমে গিয়েছিল ৷ এলআইসি 2023 সালের জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে আদানি এন্টারপ্রাইজের 3.75 লক্ষ শেয়ার কিনেছে ৷"