নয়াদিল্লি, 22 মার্চ : বিশ্ব জল দিবসে ফের একবার জল সংরক্ষণের আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi on World Water Day) ৷ নাগরিকদের কাছে তিনি আদেবন করলেন, প্রতি ফোঁটা জল বাঁচাতে হবে ৷ তিনি বলেন, গত কয়েকবছরে জল নিয়ে আলোচনা গণ আন্দোলনে পরিণত হয়েছে ৷ যা খুবই আনন্দদায়ক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷
বিশ্ব জল দিবসে একটি টুইট করেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি বলেছেন, ‘‘বিশ্ব জল দিবসে, প্রতি ফোঁটা জল বাঁচাতে আমাদের পুনরায় শপথ নিতে হবে ৷ আমাদের দেশ জল সংরক্ষণের উদ্দেশ্যে জল জীবন মিশনের মত একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ৷ আর প্রত্যেক নাগরিককে পরিশ্রুত পানীয় জল উপলব্ধ করিয়েছে ৷’’