পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi on World Water Day : জল সংরক্ষণে দেশবাসীকে ফের শপথগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর - Jal Jeevan Mission

বিশ্ব জল দিবসে দেশবাসীর কাছে প্রতি ফোঁটা জল বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi on World Water Day) ৷ এদিন টুইট করে বিশ্ব জল দিবসে দেশবাসীর জল সংরক্ষণ সম্পর্কে সচেতনতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷

Modi tweets on World Water Day
জল সংরক্ষণে দেশবাসীকে ফের শপথগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

By

Published : Mar 22, 2022, 12:12 PM IST

নয়াদিল্লি, 22 মার্চ : বিশ্ব জল দিবসে ফের একবার জল সংরক্ষণের আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi on World Water Day) ৷ নাগরিকদের কাছে তিনি আদেবন করলেন, প্রতি ফোঁটা জল বাঁচাতে হবে ৷ তিনি বলেন, গত কয়েকবছরে জল নিয়ে আলোচনা গণ আন্দোলনে পরিণত হয়েছে ৷ যা খুবই আনন্দদায়ক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

বিশ্ব জল দিবসে একটি টুইট করেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি বলেছেন, ‘‘বিশ্ব জল দিবসে, প্রতি ফোঁটা জল বাঁচাতে আমাদের পুনরায় শপথ নিতে হবে ৷ আমাদের দেশ জল সংরক্ষণের উদ্দেশ্যে জল জীবন মিশনের মত একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ৷ আর প্রত্যেক নাগরিককে পরিশ্রুত পানীয় জল উপলব্ধ করিয়েছে ৷’’

আরও পড়ুন : Jal Jeevan Mission : আড়াই বছরে জল জীবন মিশনের সুবিধা পেয়েছে 5.93 কোটি গ্রামীণ পরিবার

প্রধানমন্ত্রী তাঁর টুইটারে জল সংরক্ষণে ব্যক্তিগত এবং বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগেরও প্রশংসা করেছেন ৷ তিনি টুইটে লেখেন, ‘‘গত কয়েকবছরে জল নিয়ে আলোচনা গণ আন্দলনের চেহারা নিয়েছে ৷ যা খুবই আনন্দদায়ক ৷ আমি সেই সব ব্যক্তি এবং সংস্থারও প্রশংসা করব, যাঁরা জল বাঁচাতে কাজ করে চলেছেন ৷’’ জল সংরক্ষণ এবং তার জন্য কেন্দ্রের নেওয়া পদক্ষেপ নিয়ে একটি ছোট ভিডিয়ো পোস্ট করেছেন প্রধানমন্ত্রী ৷ যেখানে জল সংরক্ষণ নিয়ে তাঁর আগের বক্তব্যও তুলে ধরা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details