শ্রীনগর, 3 জুলাই: রবিবার জম্মুর রেয়াশি জেলায় ধরা পড়ে দুই লস্কর-ই-তৈবা জঙ্গি ৷ জানা গিয়েছে, ধৃতদের মধ্যে এক জঙ্গি কয়েকদিন আগে পর্যন্তও বিজেপি'র আইটি সেলের প্রধান পদে ছিল ৷ এমনকি জম্মুতে বিজেপি'র সংখ্যালঘু সেলের সোশ্যাল মিডিয়া ইন-চার্জ পদেও ছিল ধৃত ওই জঙ্গি ৷ চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে পুলিশি তদন্তে (LeT terrorist overpowered by villagers in Jammu was BJPs IT cell chief) ৷
রবিবার সকালে রেয়াশি জেলায় তুসকান ধোক গ্রামে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে দুই লস্কর জঙ্গি ৷ পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ ধৃতদের মধ্যে একজনের নাম তালিব হুসেন ৷ জানা গিয়েছে লস্কর কমান্ডার হিসেবে পুলিশের 'ওয়ান্টেড' তালিকায় নাম ছিল তার ৷ সে রাজৌরির বাসিন্দা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু'মাস আগেও বিজেপির আইটি ও সংখ্যালঘু সেলের দায়িত্বে ছিল তালিব হোসেন ৷ এমনকি জম্মু-কাশ্মীরের বিজেপি প্রধান রবীন্দর রায়নার সঙ্গে ছবিও রয়েছে তার ৷ ধৃত অপর জঙ্গির নাম ফৈসল আহমেদ দার ৷ এই দুই জঙ্গির কাছ থেকে একে 47 রাইফেল, গ্রেনেড ও পিস্তল উদ্ধার হয়েছে ৷