শ্রীনগর, 19 অক্টোবর: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) সন্ত্রাসবিরোধী অভিযানে (anti-terror operation) মৃত্যু হয়েছে লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba) জঙ্গির ৷ সোপিয়ানে গ্রেনেড বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয় ৷ সেই ঘটনায় জড়িত থাকায় গ্রেফতার করা হয়েছিল এই জঙ্গিকে ৷ নিহত জঙ্গির নাম ইমরান বশির গানাই (Imran Bashir Ganaie) ৷ এমনটাই বুধবার জানিয়েছে পুলিশ ৷
জানা গিয়েছে, গ্রেফতার হওয়া জঙ্গির থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে তাকে নিয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ক্রমাগত অভিযান চালাচ্ছিল ৷ সেই অভিযানে নওগাম ও সোপিয়ানে সন্ত্রাসবাদী এবং এসএফদের মধ্যে যোগসূত্র পাওয়া যায় ৷ সেখানেই জঙ্গি ইমরান বশির গানাই অপর এক সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছে । বুধবার কাশ্মীর জোন পুলিশ এক টুইটে এ কথা জানিয়েছে । টুইটে পুলিশ জানিয়েছে, এনকাউন্টার জায়গা থেকে অস্ত্র ও গোলাবারুদ-সহ অপরাধমূলক উপাদান আটক করা হয়েছে । তল্লাশি অভিযান এখনও চলছে ।