নয়াদিল্লি, 18 মে: এখনও পর্যন্ত দেশের মোট জনসংখ্যার 2 শতাংশেরও কম কোভিড 19-এ ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ জনসংখ্যার 98 শতাংশের এখনও ভাইরাসের ঝুঁকি রয়েছে ৷ এ কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল জানিয়েছেন, "এখনও পর্যন্ত বহু সংখ্যক মানুষ আক্রান্ত হলেও এই সংক্রমণ জনসংখ্যার 2 শতাংশের মধ্যেই ছড়িয়েছে ৷" সরকারি হিসেব বলছে, মোট জনসংখ্যার 1.8 শতাংশ কোভিডে সংক্রমিত হয়েছে ৷