বদায়ুন, 27 সেপ্টেম্বর: ফের চর্চায় সমকামী বিবাহ ৷ ঘটনাস্থল উত্তরপ্রদেশের বদায়ুন জেলা ৷ একটি মেয়ে তাঁর গর্ভবতী বান্ধবীকে মন্দিরে গিয়ে বিয়ে করলেন ৷ মন্দিরে সিঁদুর পরানোর ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতেই অবাক হয়ে যান পরিবারের সদস্যরা ৷ বিয়ের পর দু’জনেই বাড়ি ফিরেছেন ৷
জানা গিয়েছে, বদায়ুন জেলার দাতাগঞ্জ থানা এলাকার দুই ভিন্ন গ্রামে বসবাস করতেন এই দুই যুবতি ৷ দুজনেই দাতাগঞ্জের একটি কাপড়ের দোকানে সেলস গার্ল হিসেবে কাজ করতেন ৷ সেখানেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ কয়েকদিন আগে গর্ভবতী যুবতি অন্যজনকে জানায় তাঁর স্বামী উত্যক্ত করছে ৷ একথা শোনার পরই ওই যুবতির বান্ধবী তাঁর বাড়িতে পৌঁছে যায় ৷ এরপর 26 সেপ্টেম্বর দু'জনেই বেড়াতে যাওয়ার অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে বরেলিতে পৌঁছয় ৷ সেখানেই এক মন্দিরে সিদুঁর পরিয়ে মালাবদল করে বিয়ে করেন দুই যুবতি ৷ দু’জনেই সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন ৷ এরপরই এলাকায় বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় ৷