বেগুসরাই, 14 জানুয়ারি: কোনও একদিন দু'জনের দেখা হয়েছিল ৷ তারপর কোথা থেকে কী যে হয়ে গেল ! একে অপরের প্রেমে পড়লেন দুই তরুণী ৷ সূত্রে জানা গিয়েছে, 2017 সালে তাঁদের আলাপ হয় ৷ এরপর ধীরে ধীরে তাঁদের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ কিন্তু দু'জনের কারও পরিবারই এমন সমকামী সম্পর্ক মানতে পারেনি (Homosexual Relation) ৷
ঘটনাটি বিহারের বেগুসরাইয়ের ৷ পরিবারের সদস্যরা ভয় পেয়েছেন, সমাজে এই সমকামী সম্পর্ক অন্যরকম প্রভাব ফেলবে ৷ সমপ্রেমী মেয়ে দু'টির পরিবারকে অন্য চোখে দেখবে পড়শিরা ৷ একঘরেও করে দিতে পারে ৷ কিন্তু দুই সমপ্রেমী তাঁদের সম্পর্কের সঙ্গে আপস করতে নারাজ ৷ তাই শেষে সব বাধার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন তাঁরা ৷
শুক্রবার আদালতে বিচারপতির সামনে নিজেদের ভালবাসার অঙ্গীকার করে সমকামী যুগল বলেন, "আমরা একে অপরকে খুবই ভালোবাসি ৷ আমরা একে অপরকে কথা দিয়েছি, বাঁচলে একসঙ্গে বাঁচব এবং মরতে হলেও একসঙ্গেই মরব ৷" আদালত চত্বরে পরিবার তাঁদের মতামতের প্রতিবাদ করতে থাকে ৷ দুই সমকামী প্রেমী এবং তাঁদের পরিবারের মধ্যে ঝামেলা লেগে যায় ৷ আইনজীবীরা মেয়ে দু'টিকে বোঝানোর চেষ্টা করেন ৷ তাঁদের বাবা-মায়ের কথা শোনা উচিত, এই পরামর্শও দেন তাঁরা যুগলকে ৷ কিন্তু মেয়ে দু'জন নিজেদের অবস্থানে অনড় ৷ তাঁরা আইনজীবীদের কথা শোনেননি ৷