পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Homosexual Relation: একসঙ্গে থাকতে দিতে রাজি নয় পরিবার ! আদালতের দ্বারস্থ দুই সমকামী তরুণী - Bihar Begusarai Lesbian Couple News

আইনত সমকাম সম্পর্ক অপরাধ নয় ৷ কিন্তু সমাজের বিভিন্ন স্তরে মানুষ এখনও এধরনের সম্পর্ককে স্বীকার করতে পারেননি ৷ এমতাবস্থায় দুই সমপ্রেমী মেয়ে একসঙ্গে থাকতে চেয়ে আদালতে গেল (A lesbian couple approached the Civil Court in Begusarai) ৷

LGBTQ
সমকাম সম্পর্ক

By

Published : Jan 15, 2023, 9:06 AM IST

Updated : Jan 15, 2023, 10:27 AM IST

বেগুসরাই, 14 জানুয়ারি: কোনও একদিন দু'জনের দেখা হয়েছিল ৷ তারপর কোথা থেকে কী যে হয়ে গেল ! একে অপরের প্রেমে পড়লেন দুই তরুণী ৷ সূত্রে জানা গিয়েছে, 2017 সালে তাঁদের আলাপ হয় ৷ এরপর ধীরে ধীরে তাঁদের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ কিন্তু দু'জনের কারও পরিবারই এমন সমকামী সম্পর্ক মানতে পারেনি (Homosexual Relation) ৷

ঘটনাটি বিহারের বেগুসরাইয়ের ৷ পরিবারের সদস্যরা ভয় পেয়েছেন, সমাজে এই সমকামী সম্পর্ক অন্যরকম প্রভাব ফেলবে ৷ সমপ্রেমী মেয়ে দু'টির পরিবারকে অন্য চোখে দেখবে পড়শিরা ৷ একঘরেও করে দিতে পারে ৷ কিন্তু দুই সমপ্রেমী তাঁদের সম্পর্কের সঙ্গে আপস করতে নারাজ ৷ তাই শেষে সব বাধার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন তাঁরা ৷

শুক্রবার আদালতে বিচারপতির সামনে নিজেদের ভালবাসার অঙ্গীকার করে সমকামী যুগল বলেন, "আমরা একে অপরকে খুবই ভালোবাসি ৷ আমরা একে অপরকে কথা দিয়েছি, বাঁচলে একসঙ্গে বাঁচব এবং মরতে হলেও একসঙ্গেই মরব ৷" আদালত চত্বরে পরিবার তাঁদের মতামতের প্রতিবাদ করতে থাকে ৷ দুই সমকামী প্রেমী এবং তাঁদের পরিবারের মধ্যে ঝামেলা লেগে যায় ৷ আইনজীবীরা মেয়ে দু'টিকে বোঝানোর চেষ্টা করেন ৷ তাঁদের বাবা-মায়ের কথা শোনা উচিত, এই পরামর্শও দেন তাঁরা যুগলকে ৷ কিন্তু মেয়ে দু'জন নিজেদের অবস্থানে অনড় ৷ তাঁরা আইনজীবীদের কথা শোনেননি ৷

আরও পড়ুন: বিয়েতে স্বীকৃতির দাবি সমপ্রেমী যুগলের, কেন্দ্রের প্রতিক্রিয়া জানতে চাইল সুপ্রিম কোর্ট

পরে আদালতে উপস্থিতি আইনজীবী বলেন,"তাঁরা দু'জনেই ঘনিষ্ঠ বন্ধু এবং একে অপরের সঙ্গে থাকতে চান ৷ বহুবার চেষ্টা করা সত্ত্বেও তাঁদের দু'জনকে আলাদা করা যায়নি ৷" আইনজীবী আরও জানান, সমকামী মেয়ে দু'জন একটি বন্ডে স্বাক্ষর করে তা মহিলা পুলিশের হাতে তুলে দিয়েছেন ৷ এরপর কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ পদক্ষেপ করবে ৷

প্রসঙ্গত, 2018 সালে সমকাম সম্পর্কের একটি মামলার শুনানিতে দেশের বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রায় দেন, ভারতীয় দণ্ডবিধির 377 ধারার আওতায় সমকাম সম্পর্ক অপরাধ নয় (decriminalization of Same Sex relation) ৷ তবে দেশে এখনও সমলিঙ্গ বিবাহ আইন স্বীকৃতি পায়নি ৷ এই বিয়েকে আইন স্বীকৃতি দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন হায়দরাবাদের দুই সমপ্রেমী সুপ্রিয় চক্রবর্তী এবং অভয় ডাং ৷ তাঁরা একটি অনুষ্ঠানে বিয়ে করেছেন ৷ সেখানে তাঁদের পরিবারের সদস্যরা, আত্মীয়, বন্ধুরা উপস্থিত ছিলেন ৷ কিন্তু আইনি স্বীকৃতি পায়নি ৷

আরও পড়ুন: দিল্লি হাইকোর্টে হিন্দু বিবাহ আইনে সমকামী বিবাহের স্বীকৃতির আর্জি

Last Updated : Jan 15, 2023, 10:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details