পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mysore Leopard Attack: মাইসরে চিতাবাঘের হামলায় যুবতীর মৃত্যু, গুলি করার নির্দেশ - চিতাবাঘ

চিতাবাঘের হামলায় যুবতীর মৃত্যু মাইসরের নারসিপুর তালুকে (Leopard Killed Young Girl in Mysore) ৷ ঘটনায় চিতাবাঘটিকে গুলি করে মারার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাইসর বন দফতরের সার্কেল অফিসার ৷ জানা গিয়েছে, কয়েকদিন আগে ওই এলাকায় আরেক ব্যক্তি চিতাবাঘের হামলায় মারা গিয়েছেন (Mysore Leopard Attacked) ৷

Leopard Killed Young Woman in Mysore Forest Department Declared Compensation to Family
Leopard Killed Young Woman in Mysore Forest Department Declared Compensation to Family

By

Published : Dec 2, 2022, 12:01 PM IST

মাইসর, 2 ডিসেম্বর: মাইসরের নারসিপুর তালুকে চিতাবাঘের হামলায় যুবতীর মৃত্যু (Leopard Killed Young Girl in Mysore) ৷ ওই ঘটনার জেরে ওই চিতাবাঘটিকে গুলি করে মারার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন মাইসর বন দফতরের সার্কেল অফিসার মালতি প্রিয়া ৷ পাশাপাশি, মৃত যুবতী মেঘনার পরিবারকে সাড়ে 7 লক্ষ টাকা আর্থিক সাহায্য করার কথাও ঘোষণা করেছে প্রশাসন (Forest Department Declared Compensation to Family) ৷ জানা গিয়েছে, নভেম্বর মাসের শেষের দিকে এক ব্যক্তিও ওই চিতাবাঘের শিকার হয়েছেন ৷ যে ঘটনায় নিরাপত্তার দাবিতে ধরনা-বিক্ষোভে বসেছিলেন নারসিপুর তালুকের কেব্বেহুন্দি গ্রামের বাসিন্দারা ৷ আর তাঁদের সমর্থনে ধরনায় সামিল হন স্থানীয় বিধায়কও ৷

মেঘনা তাঁর বাড়ির পিছনে গিয়েছিলেন ৷ সেই সময় চিতাবাঘ তাঁর উপরে হামলা চালায় ৷ ঘটনায় গুরুতর জখম অবস্থায় মেঘনাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু, সেখানেই তিনি মারা যান ৷ তবে, এটাই প্রথম চিতাবাঘের হামলা নয় ৷ এর আগেও নারসিপুর তালুকের এমএল হুন্দি গ্রামের বাসিন্দা এক ব্যক্তি চিতাবাঘের হামলায় প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ ৷ পরপর দু’টি ঘটনার পর, গ্রামবাসীরা চিতাবাঘটিকে ধরার দাবিতে বিক্ষোভ শুরু করেন ৷ গ্রামবাসীদের সমর্থনে ওই বিক্ষোভে সামিল হন স্থানীয় বিধায়কও ৷

আরও পড়ুন:অবাক কান্ড! ভাল্লুকের খাঁচায় চিতাবাঘ

এর পরেই মাইসরের জেলাশাসক-সহ অন্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান ৷ মাইসর বনদফতরের সার্কেল অফিসার মালতি প্রিয়া জানিয়েছেন, মেঘনা নামে যে যুবতী চিতাবাঘের হামলায় মারা গিয়েছে, তাঁর পরিবারকে 7.5 লক্ষ চাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে ৷ পাশাপাশি, ঘাতক ওই চিতাবাঘটিকে গুলি করে মারার নির্দেশ দেওয়া হয়েছে ৷ মৃত মেঘনার বাড়িতে গিয়ে তিনি 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেবেন ৷ ওই চিতাবাঘটিকে নিয়ন্ত্রণে আনতে 15 জনের বিশষেজ্ঞ দল গঠন করা হয়েছে ৷ ওই দলটি নারসিপুর তালুকে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে ৷ ওই দলকে নির্দেশ দেওয়া হয়েছে, গ্রামের আশেপাশে চিতাবাঘটিকে দেখতে পেলে যাতে গুলি করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details