শ্রীনগর, 30 জানুয়ারি : চিতাবাঘের ছাল, ভাল্লুকের পিত্ত সহ দু’জনকে গ্রেপ্তার করল জম্মু ও কাশ্মীর পুলিশ এবং বন দপ্তরের আধিকারিকরা ৷ শনিবার অনন্তনাগ থেকে গুল মহম্মদ গনি নামে ওই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তার কাছ থেকে 8টি চিতাবাঘের ছাল উদ্ধার করেছে বন দপ্তরের আধিকারিকরা ৷ এছাড়াও, 38টি ভাল্লুকের পিত্তথলি পাওয়া গিয়েছে ৷ অভিযুক্ত অনন্তনাগের বাসিন্দা বলেই জানা গিয়েছে ৷ মানওয়াল থেকে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
একটি সূত্র মারফত খবর পেয়ে অনন্তনাগ পুলিশ এসএইচও সদর থানার নেতৃত্বে শেরপুরায় একটি বাড়িতে হানা দেয় ৷ সেখানে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ বন্যপশুর দেহাংশ উদ্ধার করে তাঁরা ৷ তৎক্ষণাত বাড়ির মালিককে নিজেদের হেপাজতে নেয় পুলিশ ৷ অভিযুক্তের বিরুদ্ধে বন্য়প্রাণ আইন, চোরাচালান সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর বন্য়প্রাণ অপরাধের বিরুদ্ধে এই অভিযানের জন্য ডব্লুসিসিবি-কে শুভেচ্ছা জানিয়েছেন ৷