তিরুপতি (অন্ধ্রপ্রদেশ), 14 অগস্ট: সম্প্রতি 6 বছরের এক নাবালিকার উপর হামলা চালায় একটি চিতাবাঘ ৷ এই ঘটনা ঘটে তিরুমালা যাওয়ার পথে লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের কাছে ৷ এমনটাই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷ সোমবার বনবিভাগের এক আধিকারিক জানিয়েছেন, চিতাবাঘটি রবিবার রাতে ফাঁদে পড়েছিল ৷ তাকে শ্রী ভেঙ্কটেশ্বরা জুলজিক্যাল পার্কে (তিরুপতি চিড়িয়াখানা) পাঠানো হয়েছে ৷
অতিরিক্ত প্রধান বন সংরক্ষক (বন্যপ্রাণী) শান্তিপ্রিয়া পাণ্ডে পিটিআইকে বলেন, "আমরা প্রাণীটিকে খাঁচাবন্দি করেছি ৷ এটা ওই হামলাকারী চিতাটাই কি না, সেটা নিশ্চিত করতে স্থানীয় আইআইএসইআর দলের সঙ্গে ডিএনএ নিয়ে বিশ্লেষণ করছি ৷
একমাস আগেও একটি ছেলের উপর হামলা চালিয়েছিল এমনই এক চিতা ৷ এটা সেই চিতা নাকি মেয়েটিকে হত্যা করেছে যে সেই চিতা ৷ এটা জানার জন্য চিতার প্রস্রাবের নমুনা, চুল, ঘটনাস্থল থেকে রক্তের দাগ ও লালার নমুনাও সংগ্রহ করা হয়েছে ৷ যদি ধরা পড়ে যাওয়া চিতাটি মেয়েটির হত্যাকারী হয় তবে এটিকে চিড়িয়াখানায় বন্দি করা হবে ৷ কারণ সেটি মানুষের মাংসের স্বাদ পেয়ে গিয়েছে ৷