চেন্নাই, 28 সেপ্টেম্বর: কিংবদন্তি কৃষিবিজ্ঞানী এমএস স্বামীনাথন প্রয়াত হয়েছেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 98 বছর ৷ তাঁকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ৷ বৃহস্পতিবার তামিলনাড়ুর চেন্নাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বার্ধক্য়জনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ৷
তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় তিনি পোস্ট করেন ৷ সেখানে প্রধানমন্ত্রী লেখেন, "ড. এমএস স্বামীনাথনজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত । আমাদের দেশের ইতিহাসের একটি অত্যন্ত সংকটময় সময়ে, কৃষিতে তাঁর যুগান্তকারী কাজ লক্ষ লক্ষ মানুষের জীবনকে বদলে দিয়েছে এবং আমাদের দেশের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছিল ।"
এখানেই না থেমে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, "কৃষিতে তাঁর বৈপ্লবিক অবদানের বাইরেও, ড. স্বামীনাথন ছিলেন উদ্ভাবনের শক্তিশালা এবং অনেকের জন্য একজন লালন-পালনকারী পরামর্শদাতা । গবেষণা এবং পরামর্শদানের প্রতি তাঁর অটল প্রতিশ্রুতি অগণিত বিজ্ঞানী এবং উদ্ভাবকদের উপর একটি অমোঘ চিহ্ন রেখে গিয়েছে ।" তাঁর সঙ্গে এমএস স্বামীনাথনের সাক্ষাতের বিষয়েও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷
এমএস স্বামীনাথন 1925 সালের 7 অগস্ট জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির কুম্বাকোনামে ৷ তাঁর বাবা এমকে সাম্বাভিসান ও মা পার্বতী থাঙ্গাম্মাল কেরালার আলাপ্পুঝা থেকে মাদ্রাজ প্রেসিডেন্সিতে এসেছিলেন ৷ মাত্র 11 বছর বয়সে তিনি বাবাকে হারান ৷ তার পর এক কাকার কাছে থাকতেন ৷