পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Dilip Kumar : প্রয়াত দিলীপ কুমার - dilip kumar

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনতি অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা ৷ বুধবার ভোরে মৃত্যু হয় তাঁর ৷ বয়স হয়েছিল 98 বছর ৷

s
s

By

Published : Jul 7, 2021, 8:13 AM IST

Updated : Jul 7, 2021, 10:48 AM IST

মুম্বই, 7 জুলাই: প্রয়াত হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar) ৷ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি ৷ বুধবার ভোরে মৃত্যু হয় তাঁর ৷ বয়স হয়েছিল 98 বছর ৷

সাম্প্রতিককালে বর্ষীয়ান অভিনেতাকে একাধিকবার হাসপাতালে ভর্তি করতে হয় ৷ বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি ৷ নতুন করে গত 30 জুন ডাঃ জলিল পারেকারের তত্ত্বাবধানে মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করাতে হয় দিলীপ কুমারকে ৷ কয়েক দিন আগেই তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে টুইটারে জানিয়েছিলেন স্ত্রী অভিনেত্রী সায়রা বানু । যদিও এদিন হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হল কিংবদন্তির ৷ দিলীপ কুমারের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমেছে ।

দীর্ঘ ছয় দশক ধরে হিন্দি সিনেমা শাসন করেছিলেন দিলীপ কুমার ৷ 65টির বেশি সিনেমায় অভিনয় করেছিলেন ৷ যার মধ্যে অন্যতম দেবদাস (1955), নয়া দওর (1957), মুঘল-এ-আজম (1960), গঙ্গা যমুনা (1961), ক্রান্তি (1981), কর্মা (1986) ইত্যাদি ৷ পর্দায় তাকে শেষবার দেখা গিয়েছিল 1998 সালে মুক্তি পাওয়া কিলা নামের একটি ছবিতে ৷

আরও পড়ুন: আইসিইউতে থাকলেও স্থিতিশীল দিলীপ কুমার ; ভালো আছেন নাসিরুদ্দিনও

হিন্দি চলচ্চিত্রের ইতিহাসের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতাকে 1993 সালে সিনেমায় আজীবন অবদানের জন্য ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত করা হয় ৷ 2015 সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ প্রদান করে ।

Last Updated : Jul 7, 2021, 10:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details