কোলাপুর, 15 ডিসেম্বর:সম্প্রতি টুইটারের সিইও পদে অভিষিক্ত হয়েছেন মুম্বইয়ের পরাগ আগরওয়াল (Twitter ceo Parag Agrawal) ৷ সেই প্রাপ্তির কয়েকদিন কাটতে না কাটতেই আবারও বিশ্বের দরবারে নেতৃত্ব ভারতীয়ের ৷ লন্ডনে ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস চ্যানেলের (French luxury fashion house Chanel) বিশ্বব্যাপী সিইও পদে নিযুক্ত হলেন কোলাপুরের লীনা নায়ার (international fashion brand Chanel ceo Leena Nair) ৷ স্কুলজীবন মহারাষ্ট্রে কাটিয়ে জামশেদপুরে উচ্চশিক্ষা ৷ 52 বছরের এই ভারতীয় কন্যার উন্নতির শিখর পৌঁছনোর সফরটা বেশি ঈর্ষণীয় ৷
কোলাপুরের হোলি ক্রস কনভেন্ট হাইস্কুল থেকে পড়াশোনা শুরু লীনা নায়ারের (Leena Nair from Kolhapur) ৷ স্কুলের গণ্ডী পেরিয়ে সাংলির ওয়ালচন্দ কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছেন ৷ তবে সেখানেই থেমে থাকেননি ৷ জামশেদপুর থেকে সোনার পদক নিয়ে ম্যানেজমেন্ট ডিগ্রি লাভ করেন লীনা ৷
আরও পড়ুন:Parag Agrawal Old Tweet: মুসলিম ও শ্বেতাঙ্গদের নিয়ে 11 বছর আগের টুইট টেনে পরাগকে ট্রোল
এরপর তিনি একটু একটু করে নিজের কেরিয়ার গোছাতে শুরু করেন ৷ 1992 সালে হিন্দুস্থান ইউনিলিভারের ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে কাজ শুরু ৷ এরপর লিপ্টন ফ্যাক্টরি-সহ তিনটি কোম্পানিতে ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন ৷ 2013 সালে তিনি হিন্দুস্থান ইউনিলিভারের এইচআর হন ৷ তাঁকে কোম্পানির গ্লোবাল হেড অফ ডাইভার্সিটির পদও দেওয়া হয় ৷
আরও পড়ুন:Twitter CEO Parag Agrawal : কে পরাগ আগরওয়াল ? ভারতীয় বংশোদ্ভূত টুইটার সিইও-র পড়াশোনা, কেরিয়ার, বেতন একনজরে
এরপর 2016 সালে লীনা লন্ডনে ইউএলই ইউনিলিভার লিডারশিপের এক্সিকিউটিভ হিসেবে কাজে যোগ দেন ৷ প্রথম ও কনিষ্ঠতম মহিলা হিসেবে ইউনিলিভারের সিএইচআরও হন তিনি ৷ বিগত কয়েক বছরে তাঁর সাফল্য ও অভিজ্ঞতার পুরস্কার হিসেবে তাঁকে দেওয়া হল নয়া পদ ৷ এ বার তিনি ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস চ্যানেলের গ্লোবাল সিইও (Chanel ceo Leena Nair)-র দায়িত্ব সামলাবেন ৷ তাঁর জন্য আমাদের তরফেও রইল শুভেচ্ছা ৷
আরও পড়ুন:Elon Musk on Parag Agrawal: ভারতীয় প্রতিভাদের জন্যই দারুণ উপকৃত আমেরিকা, পরাগ প্রশ্নে দরাজ এলন মাস্ক