পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gujarat Assembly Election: নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে ! গুজরাতে দলবদলুদের হালহকিকত - গুজরাত বিধানসভা নির্বাচন

আসছে গুজরাত বিধানসভা নির্বাচন ৷ তার আগে 'টিকিট আর ক্ষমতার লোভে' অনেক কংগ্রেস নেতা গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন ৷ তাঁরা কি টিকিট পেলেন (leaders who left congress and joined bjp) ?

Gujarat Assembly Election
ETV Bharat

By

Published : Nov 18, 2022, 10:58 AM IST

আমেদাবাদ, 18 নভেম্বর: বিধানসভা নির্বাচন শুরু 1 ডিসেম্বর ৷ আজ মোদি-রাজ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৷ বিজেপি-কংগ্রেস মিলিয়ে মোট 182 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ৷ এবার প্রচার যুদ্ধ শুরু হবে সৌরাষ্ট্রে (Gujarat Assembly Election 2022) ৷

এর মধ্যে রাজ্যে দলবদলের ঘটনা ঘটেছে ৷ বিধানসভা নির্বাচনের বহু কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিয়েছেন ৷ গেরুয়া শিবির নাকি কথা দিয়েছিল, কংগ্রেস যে সব নেতারা পদ্মফুলে যোগ দেবেন, তাঁদের সবাইকে নির্বাচনের টিকিট দেওয়া হবে ৷ কিন্তু বাস্তবে তা হয়নি ৷ বহু প্রাক্তন কংগ্রেস নেতা টিকিট পাননি ৷ সংখ্যাটা 12-রও বেশি ৷ তাঁদের আগাম নির্বাচনের সঙ্গে জড়িত অন্য কোনও প্রচারকার্যের দায়িত্বও দেওয়া হয়নি ৷ অনেক আশা নিয়ে বিজেপিতে এসেছিলেন নেতারা ৷ তাঁদের ইচ্ছে অপূর্ণই থেকে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কংগ্রেসের অন্দরে মনোমালিন্যে তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন নেতারা ৷ সঙ্গে ছিল অন্য কারণও ৷ কিন্তু এখন হয়ত কংগ্রেস ছেড়ে আসা নেতারা আপশোস করছেন ।

আরও পড়ুন: বরাবর এই আসনের প্রার্থীরা বড় পদ পেয়েছেন সরকারে, হয়েছেন প্রধানমন্ত্রীও

কংগ্রেস থেকে বিজেপিতে এসেও টিকিট পাননি এই নেতারা-

  1. জয়রাজ সিং পরমার
  2. হিমাংশু ব্যাস
  3. দীনেশ শর্মা
  4. অনিল জোশীরী
  5. সৌমাভাই গন্ডাভাই প্যাটেল
  6. ধবল সিং ঝালা
  7. অমিতভাই চৌধুরী
  8. হুকুভা জাদেজা
  9. ব্রিজেশ মেরজা
  10. পরসোত্তম সবরিয়া

কংগ্রেসের জয়রাজ সিংহ পরমার খেরালু আসন থেকে লড়ার সুযোগ পাবেন ভেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ এদিকে হিমাংশু ব্যাসের ইচ্ছে ছিল বডবান কেন্দ্র থেকে লড়ার ৷ আমেদাবাদ পৌরনিগমে কংগ্রেসের বিরোধী দলনেতা দীনেশ শর্মা বাপুনগর কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন ৷ কিন্তু কে আর জানত যে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ? অনীশ জোশীরীর মৃত্যুর পর তাঁর ছেলে অনিল জোশীও বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ কিন্তু বিজেপি তাঁকেও টিকিট দেয়নি ৷ সুরেন্দ্রনগরের কংগ্রেস বিধায়ক সোমাভাই গণ্ডা থেকে ইস্তফা দিয়ে দেন ৷ রাজনৈতিক মহল মনে করে তিনি কংগ্রেসকে একপ্রকার ধোঁকাই দিয়েছেন ৷ আর যেমন কর্ম, তেমনি ফল ৷ বিজেপিও তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ৷ এবার সেই নেতাদের কথায় আসা যাক, যিনি কংগ্রেস থেকে এসে মনসা কেন্দ্র উপনির্বাচনে হেরে গিয়েছেন ৷ প্রাক্তন বিধায়ক ধবনসিং ঝালা আর অমিত চৌধুরী বৈদ, যাঁকে বিজেপি আর টিকিট দেয়নি ৷ হুকুমাকেও টিকিট দেওয়া হয়নি ৷ এতে তিনিও অসন্তুষ্ট হয়েছেন ৷ তাঁকে শান্ত করতে তিনটি কেন্দ্র- জামনগর (উত্তর), জামনগর (দক্ষিণ) এবং জামনগর গ্রামীন বিধানসভা কেন্দ্রের আধিকারিকের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ এছাড়া পরসোত্তম সাবরিয়া, ব্রিজেশ মেরজা কংগ্রেস থেকে টিকিট পাননি ৷ তাই তাঁরা পিছু হঠছেন ৷

আরও পড়ুন: কেউ ল্যাম্বরগিনি, কারও প্রতিবাদ গরুর গাড়িতে; গুজরাতে রঙিন বিধানসভা নির্বাচন

কংগ্রেস থেকে বিজেপিতে আসা বেশির ভাগ নেতার অবস্থা এখন খুবই দুর্দশাগ্রস্ত ৷ আর কেউ কেউ তো অধিকারের লোভে সরকারকে নিচু করে দেখায় ৷ বিজেপি কিন্তু লাগাতার কংগ্রেস নেতাদের নিশানা করে যাচ্ছে ৷ 2014-য় বিঠ্ঠল রডাডিয়া আর লীলাধর বাঘেলার মতো তাবড় কংগ্রেস নেতা সমেত সাতজনকে টিকিট দেওয়া হয়েছিল ৷ তাঁরা সাংসদও হয়েছিলেন ৷ এতেই লোকসভা নির্বাচনে কংগ্রেসের হাল খারাপ হয়ে গিয়েছে ৷

এতক্ষণ যাঁরা দল বদলে টিকিট পাননি, তাঁদের নিয়ে কথা হচ্ছিল ৷ এবার শুনুন তাঁদের কথা যাঁরা কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন এবং রাতারাতি টিকিট পেয়ে গিয়েছেন ৷ তাঁদের স্বপ্ন পূরণ হয়েছে ৷ মোহন রাঠবা দু'দিন আগে কংগ্রেস ছাড়েন ৷ আর তাঁর ছেলে রাজেন্দ্র সিং রাঠবা দু'দিন বাদে টিকিট পেয়ে গিয়েছেন ৷ ভগবান বহাড়, জওহর চাবড়া, রাদ্যবজী প্যাটেল, কুংবরজী ওয়াবলিয়া, প্রদ্যুম্ন সিং জাডেজা, জেবী কাকডিয়া, অক্ষয় প্যাটেল, জীতু চৌধুরী, অশ্বিন কোতওয়াল আর মোহন রাঠবার ছেলে রাজেন্দ্র সিং রাঠবাকে টিকিট দিয়েছে ৷

আরও পড়ুন: অপহরণের অভিযোগ ওড়ালেন জারিওয়ালা, চাড্ডার দাবি বিজেপি-চাপ

ABOUT THE AUTHOR

...view details