হায়দরাবাদ, 28 অক্টোবর: 17 দিনের শাপমুক্তি ! 12 নভেম্বর ভোর থেকে 28 নভেম্বর, মঙ্গলবার রাত প্রায় 8টা ৷ দীর্ঘ প্রায় 398 ঘণ্টার রূদ্ধশ্বাস অপেক্ষা, কঠিন উদ্ধারকাজ পর্ব ও একের পর এক বাধা পেরিয়ে উত্তরকাশীর সিল্কিয়ারার সুড়ঙ্গের ধ্বংসস্তুপের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে এসেছেন 41 জন শ্রমিক ৷ পাহাড়ের ভিতরে পাথরের দেওয়াল চিরে 'অন্ধকার' থেকে এই মৃত্যুঞ্জয়ীদের বাইরের 'আলোয়' ফিরে আসায় মঙ্গলবার রাতে হাঁফ ছেড়ে নিশ্বাস নিয়েছে গোটা দেশ ৷ দীর্ঘ পথ পেরিয়ে এদিন এই উদ্ধারকাজ সফল হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি শ্রমিকদের পরিবারও ৷ এই 41 জন শ্রমিক, তাঁদের পরিবার ও উদ্ধারকারীদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বার্তায় লিখেছেন, "সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ সফল হওয়ার খবরে আমি খুশি ও আশ্বস্ত ৷ দেশ তাঁদের সহনশীলতা ও তাঁরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরিকাঠামো তৈরি করেন তাকে কুর্নিশ জানায় ৷ ইতিহাসের সবচেয়ে কঠিন এই উদ্ধারকাজের সাফল্যের জন্য আমি বিশেষজ্ঞ ও উদ্ধারকারীদেরও অভিনন্দন জানাই ৷"
এক্স হ্যান্ডেলে এক বার্তায় এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া আমাদের শ্রমিকভাইদের উদ্ধার করে আনার অভিযানের এই সফলতা ভাবুক করে দেওয়ার মতো ৷ যাঁরা এতদিন এই সুড়ঙ্গের মধ্যে আটকে ছিলেন আমি তাঁদের বলতে চাই, আপনাদের সাহস ও ধৈর্য্য সকলের কাছে প্রেরণার মতো ৷ আমি আপনাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি ৷ দীর্ঘ প্রতীক্ষার পর এবার আপনারা পরিবারের দেখা পাবেন, এটা অত্যন্ত সন্তোষজনক ৷" উদ্ধারকাজের সঙ্গে যাঁরা এই 17 দিন ধরে যুক্ত ছিলেন তাঁদেরও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এই সফল উদ্ধারকাজের জন্য সকলকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করিও ৷ শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাহুল গান্ধি, অরবিন্দ কেজরিওয়ালের মতো বিরোধী নেতারাও ৷ আটকে পড়া শ্রমিকদের মধ্যে ছিলেন বাংলার তিন শ্রমিকও ৷ এই উদ্ধারকাজের সাফল্যে শ্রমিক ও উদ্ধারকারীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷