নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি:প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে আরও একধাপ এগলো দেশ ৷ যুদ্ধবিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত'য়ে সোমবার সফলভাবে অবতরণ করেছে ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটি লাইট কমব্যাট এয়ারক্রাফট(এলসিএ) ৷ এদিন এই হালকা যুদ্ধবিমানের একটি প্রটোটাইপ আইএনএস বিক্রান্তে নামে ৷ এদিনের এই অবতরণকে ঐতিহাসিক মাইলস্টোন বলে দাবি করেছে নৌসেনা ৷ পাশাপাশি, রাশিয়ায় তৈরি একটি মিগ-29কে যুদ্ধ বিমানও এদিন সফল অবতরণ করেছে আইএনএস বিক্রান্ত'য়ে (INS Vikrant) ৷ উল্লেখ্য, বিক্রান্ত হল ভারতীয় প্রযুক্তিতে তৈরি প্রথম রণতরী, যা নৌসেনার অন্তর্ভুক্ত হয়েছে ৷
ভারতের নৌসেনার জন্য দুটি ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান তৈরির সিদ্ধান্ত নিয়েছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা হ্যাল (HAL) ৷ মনে করা হচ্ছে, এদিন আইএনএস বিক্রান্ত থেকে হালকা যুদ্ধ বিমানের সফল অবতরণ ও উড়ান সেই লক্ষ্যেই আরও এককদম এগিয়ে দিল হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে ৷ এক বিবৃতিতে এদিন নৌসেনার তরফে জানানো হয়েছে, আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এদিন এক ঐতিহাসিক মাইলস্টোন অর্জন করল নৌসেনা (indigenously developed LCA landed on INS Vikrant ) ৷