নয়াদিল্লি, 30 এপ্রিল: একশোতম ‘মন কি বাত’-এ লক্ষ্মণ রাও ইনামদারকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জানালেন, লক্ষ্মণ রাও ইনামদারের থেকেই অনুপ্রাণিত হয়েছেন তিনি ৷ মোদির পথপ্রদর্শক লক্ষ্মণ রাও ইনামদার ৷ এমনকী সামাজিক জীবনে পথ দেখিয়েছেন তিনি ৷ মানুষের সেবার কাজে নিজেকে বিলিয়ে দেওয়ার চিন্তা মোদির মনে সঞ্চার করেছিলেন এই ব্যক্তি ৷ কিন্তু, কে এই লক্ষ্মণ রাও ইনামদার ?
1917 সালে মহারাষ্ট্রের পুণে থেকে 130 কিলোমিটার দূরে খাটব গ্রামে জন্ম হয়েছিল লক্ষ্মণ রাও ইনামদারের ৷ বাবা ছিলেন পেশায় শুল্ক দফতরের আধিকারিক ৷ 10 ভাই-বোনের মধ্যে ইনামদার 1943 সালে পুণে বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেছিলেন ৷ ওই বছরেই আরএসএস-এ যোগ দেন তিনি ৷ 1943 সালে গুজরাতে আরএসএস-এর প্রচারক হিসেবে কাজ শুরু করেন ইনামদার ৷ এর আগে তিনি হায়দরাবাদের নিজামের শাসনের বিরুদ্ধে আন্দোলনেও নেতৃত্ব দিয়েছিলেন ৷ তার পরেই 1943 সালে গুজরাতে আরএসএস-এর প্রচারে নামেন লক্ষ্মণ রাও ইনামদার ৷
1960-এর দশকের শুরুতে লক্ষ্মণ রাও ইনামদারের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথমবার সাক্ষাৎ হয় ৷ সেই সময়েও ইনামদার গুজরাতে আরএসএস-এর প্রচারক হিসেবে কাজ করছিলেন ৷ তাঁর কাজই ছিল গুজরাতের যুবকদের আরএসএস-এর বিভিন্ন শাখায় যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করা ৷ সেই রকমই একটি প্রচার সভায় তিনি ভাডনগরে ভাষণ দিচ্ছিলেন ৷ সেই সময় মোদি প্রথমবার লক্ষ্মণ রাও ইনামদারের কথা শোনেন এবং প্রভাবিত হন ৷ পরবর্তী সময়ে তাঁর সঙ্গে দেখাও করেছিলেন এবং কাজ করেন ৷