পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Mann Ki Baat 100th Episode: শততম 'মন কি বাত'-এ পথপ্রদর্শক লক্ষ্মণ রাও ইনামদারকে ধন্যবাদ মোদির - Prime Minister Narendra Modi

মোদির পথপ্রদর্শক ছিলেন লক্ষ্মণ রাও ইনামদার ৷ আরএসএস এর এই প্রচারককে আজ 100 তম মন কি বাতে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ছ'য়ের দশকের শুরুর দিকে মোদি প্রথমবার তাঁর সান্নিধ্যে এসেছিলেন ৷

PM Mann Ki Baat 100th Episode ETV BHARAT
PM Mann Ki Baat 100th Episode ETV BHARAT

By

Published : Apr 30, 2023, 3:45 PM IST

নয়াদিল্লি, 30 এপ্রিল: একশোতম ‘মন কি বাত’-এ লক্ষ্মণ রাও ইনামদারকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জানালেন, লক্ষ্মণ রাও ইনামদারের থেকেই অনুপ্রাণিত হয়েছেন তিনি ৷ মোদির পথপ্রদর্শক লক্ষ্মণ রাও ইনামদার ৷ এমনকী সামাজিক জীবনে পথ দেখিয়েছেন তিনি ৷ মানুষের সেবার কাজে নিজেকে বিলিয়ে দেওয়ার চিন্তা মোদির মনে সঞ্চার করেছিলেন এই ব্যক্তি ৷ কিন্তু, কে এই লক্ষ্মণ রাও ইনামদার ?

1917 সালে মহারাষ্ট্রের পুণে থেকে 130 কিলোমিটার দূরে খাটব গ্রামে জন্ম হয়েছিল লক্ষ্মণ রাও ইনামদারের ৷ বাবা ছিলেন পেশায় শুল্ক দফতরের আধিকারিক ৷ 10 ভাই-বোনের মধ্যে ইনামদার 1943 সালে পুণে বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেছিলেন ৷ ওই বছরেই আরএসএস-এ যোগ দেন তিনি ৷ 1943 সালে গুজরাতে আরএসএস-এর প্রচারক হিসেবে কাজ শুরু করেন ইনামদার ৷ এর আগে তিনি হায়দরাবাদের নিজামের শাসনের বিরুদ্ধে আন্দোলনেও নেতৃত্ব দিয়েছিলেন ৷ তার পরেই 1943 সালে গুজরাতে আরএসএস-এর প্রচারে নামেন লক্ষ্মণ রাও ইনামদার ৷

1960-এর দশকের শুরুতে লক্ষ্মণ রাও ইনামদারের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথমবার সাক্ষাৎ হয় ৷ সেই সময়েও ইনামদার গুজরাতে আরএসএস-এর প্রচারক হিসেবে কাজ করছিলেন ৷ তাঁর কাজই ছিল গুজরাতের যুবকদের আরএসএস-এর বিভিন্ন শাখায় যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করা ৷ সেই রকমই একটি প্রচার সভায় তিনি ভাডনগরে ভাষণ দিচ্ছিলেন ৷ সেই সময় মোদি প্রথমবার লক্ষ্মণ রাও ইনামদারের কথা শোনেন এবং প্রভাবিত হন ৷ পরবর্তী সময়ে তাঁর সঙ্গে দেখাও করেছিলেন এবং কাজ করেন ৷

এমনকি 16 জন আরএসএস নেতাকে নিয়ে মোদি 2008 সালে ‘জ্যোতিপুঞ্জ’ নামে লেখা একটি বই প্রকাশ করেন ৷ সেখানে লক্ষ্মণ রাও ইনামদারের সম্পর্কেও তথ্য ছিল ৷ সেখানে মোদি ইনামদার সম্পর্কে লিখেছিলেন, ‘‘উকিল সাহেব যুবসমাজকে প্রভাবিত করতে রোজকার জীবনের উদাহরণ পেশ করতেন ৷’’ এমনকি বহু মানুষের চাকরি জীবনে অনীহা ছিল ৷ কিন্তু, তাঁদেরও চাকরি করার জন্য রাজি করিয়েছিলেন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে ৷

লক্ষ্মণ রাও ইনামদারের সঙ্গে নরেন্দ্র মোদি

আরও পড়েন:মন কি বাতের 100তম পর্বে অংশ নিলেন ইউনেস্কোর প্রধান, আমেরিকা-ব্রিটেনে আপ্লুত প্রবাসীরা

তবে লক্ষ্মণ রাও ইনামদারের প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল মোদির জীবনেই ৷ যাঁরা মোদির জীবনী নিয়ে বই লিখেছেন, তাঁরা মনে করেন মোদির জীবনে কোনও ব্যক্তির প্রভাব সবচেয়ে বেশি পড়ে থাকে, তবে তিনি হলেন লক্ষ্মণ রাও ইনামদার ৷ মোদি ইনামদারের কাছ থেকে সামাজিক সমস্যার বিরুদ্ধে লড়াই করা, কঠোর শৃঙ্খলা এবং একটানা কাজ করার কৌশল রপ্ত করেছেন ৷ এমনকি যোগ ব্যায়ামের প্রতি নরেন্দ্র মোদির আগ্রহ ইনামদারের থেকেই এসেছে ৷

ABOUT THE AUTHOR

...view details