নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: নির্যাতিতার পরিবারের জন্য দিল্লিতে স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার আর্জি জানিয়েছিলেন আগেই ৷ পরে নিজের জীবনহানির আশঙ্কায় নিরাপত্তা চেয়েছিলেন আইনজীবী সীমা কুশওয়াহা ৷ কিন্তু প্রশাসন তাতেও কর্ণপাত না-করায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একহাত নিলেন নির্যাতিতার পরিবারের আইনজীবী ৷
হাথরস ধর্ষণ-হত্যার কাণ্ডে নির্যাতিতার পরিবারের আইনজীবী সীমা কুশওয়াহার অভিযোগ, বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে কোনও নিরাপত্তা দেওয়া হয়নি ৷ এ নিয়ে প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে ইটিভি ভারতকে সীমা কুশওয়াহা বলেন, "বারবার অনুরোধ করার সত্ত্বেও কোনও নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি ৷ প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছেন ?"
আরও পড়ুন:নিরাপত্তার কারণে হাথরসের শুনানিতে আদালতে হাজির হল না নির্যাতিতার পরিবার
হাথরস ধর্ষণ ও হত্যাকাণ্ডে প্রায় এক বছর অতিক্রান্ত ৷ এখনও শাস্তি হয়নি দোষীদের ৷ যা নিয়ে বিরোধীরাও সুর চড়িয়েছেন ৷ নির্মম এই হত্যাকাণ্ডে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ৷ তাতে উত্তরপ্রদেশ সরকারের টনক নড়েনি ৷ শুধু তাই নয়, নিরাপত্তার জন্য বারবার অনুরোধ করার পরেও সাড়া মেলেনি প্রশাসনের ৷
নিরাপত্তার কারণে গত মার্চে হাথরস কাণ্ডের শুনানিতে আদালতে উপস্থিত থাকতে পারেননি নির্যাতিতার পরিবারের সদস্য়রা ৷ নির্যাতিতার পরিবারের আইনজীবী সীমা কুশওয়াহা আগেই জানিয়েছিলেন, তাঁরা আজ আদালতে উপস্থিত থাকবেন না ৷ এমনকী তিনিও আজকের শুনানিতে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছিলেন সীমা ৷ কারণ মার্চের 5 তারিখ হাথরসের নির্যাতিতার পরিবারকে আদালত চত্বরেই হুমকি দিয়েছিল কয়েকজন যুবক ৷ তারপর এই বিষয়ে একটি রিপোর্ট তলব করে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ ৷