বেঙ্গালুরু, 5 মে: কর্ণাটক হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার আবেদন এক আইনজীবীর ৷ বেঙ্গালুরু শহরে 6 ও 7 মে প্রধানমন্ত্রীর একের পর এক নির্বাচনী প্রচার কর্মসূচির বিরুদ্ধে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে এই আবেদন করেছেন আইনজীবী জিআর মোহন ৷ সেখানে তিনি আবেদন করেছেন, আদালত যেন পুরো বিষয়টি নিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ৷ উল্লেখ্য, কর্ণাটক হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বেঙ্গালুরু শহরে কোনও মিটিং, মিছিল বা বিক্ষোভ কর্মসূচি করার উপর নিষেধ ৷ শুধুমাত্র ‘ইনডিপেন্ডেন্স পার্কে’ বিক্ষোভ-সহ অন্যান্য রাজনৈতিক কর্মসূচি পালন করা যাবে ৷
আইনজীবী জিআর মোহন তাঁর আবেদনে জানিয়েছে, 2022 সালের 3 মার্চ কর্ণাটক হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়কে উপেক্ষা করা হচ্ছে ৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেঙ্গালুরু শহরের বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রচারে সভা ও মিছিল করবেন ৷ তাই এ নিয়ে আদালতের স্বতঃপ্রণোদিতভাবে জনস্বার্থ মামলা দায়ের করা উচিত বলে রেজিস্ট্রারকে দেওয়া আবেদনে জানানো হয়েছে ৷ উল্লেখ্য, আগামী 6 ও 7 মে বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একাধিক প্রচার কর্মসূচি রয়েছে ৷