নয়াদিল্লি, 16 মার্চ: ভারত-বিরোধী শক্তির ভাষা ব্য়বহার করছেন রাহুল গান্ধি ৷ বিদেশে গিয়ে কার্যত দেশের নাম বদনাম করতে চেয়েছিলেন তিনি ৷ বৃহস্পতিবার এই ভাষাতেই সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধির তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ৷ যদিও লোকসভার বাইরে এদিন সাংবাদিকদের রাহুল বলেন, 'ভারত-বিরোধী আমি কিছুই বলিনি ৷ বিজেপি যদি আমাকে বলতে অনুমতি দেয় তবে সংসদে বলব ৷' ওয়ানাডের সাংসদের এই বক্তব্য়ে অবশ্য় চিঁড়ে ভেজেনি ৷
কেমব্রিজ বিশ্ববিদ্য়ালয়ে রাহুল গান্ধির বক্তব্য়ের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকেই সংসদে তীব্র আক্রমণের পথে হেঁটেছে বিজেপি ৷ কেন্দ্রীয় শাসক দলের সাংসদদের দাবি, দেশের বিরুদ্ধে যে ভাষায় রাহুল গান্ধি কথা বলেছে তার জন্য় সংসদে (Parliament) প্রকাশ্য়ে তাঁকে ক্ষমা চাইতে হবে ৷ এর পরই লোকসভার বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু কার্যত চাঁচাছোলা ভাষায় কংগ্রেস সাংসদকে তুলোধোনা করেন ৷ তিনি বলেন, 'রাহুল গান্ধি (Rahul Gandhi) বিদেশের মাটিতে দাঁড়িয়ে একের পর এক মিথ্য়া কথা বলছেন ৷ লন্ডনে (London) গিয়ে তিনি দাবি করছেন, তাঁকে সংসদে কথা বলতে দেওয়া হয় না ৷ ভারতে যিনি সবচেয়ে বেশি কথা বলেন তিনিই বিদেশে গিয়ে দাবি করছেন যে তাঁকে কথা বলতে দেওয়া হয় না। দ্বিতীয়ত, এখানে সকলেই দেখেছেন তিনি কীভাবে যাত্রা (ভারত জোড়ো) করেছিলেন ৷ তবুও তিনি বিদেশে গিয়ে বলছেন তাঁকে অনুমতি দেওয়া হচ্ছে না ৷'