দিল্লি, 26 জানুয়ারি : দিল্লি সীমান্তে কৃষক-পুলিশ সংঘর্ষ । ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা কৃষকদের । কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ । তবে, রাস্তা পরিবর্তন করে ইতিমধ্যেই সেন্ট্রাল দিল্লি এলাকায় পৌঁছে গিয়েছে বিক্ষোভরত কৃষকরা । রিং রোডের দিকে অগ্রসর হচ্ছে তারা । এদিকে যে রাস্তা দিয়ে ট্র্যাক্টর মিছিল এগোনোর কথা সেখানেই অবস্থানে বসেছে পুলিশ ।
সিঙঘু ও টিকরি সীমান্তের কাছে বিক্ষোভরত কৃষকদের উপর লাঠিচার্জ করে পুলিশ ৷ সিঙ্ঘু সীমান্ত থেকে কৃষকদের ট্র্যাক্টর মিছিল দিল্লির সঞ্জয় গান্ধি ট্রান্সপোর্ট নগরে পৌঁছালে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ ৷ বাধা অতিক্রম করে কৃষকরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি ৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ৷ কাঁদানে গ্যাসের শেল ফাটায় ৷
ইতিমধ্যেই কৃষক বিক্ষোভের জেরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রিন লাইনের মোট 11টি মেট্রো স্টেশন সাময়িক বন্ধ করে দিয়েছে দিল্লির মেট্রো রেল কর্তৃপক্ষ । যে মেট্রো স্টেশনগুলি বন্ধ হয়েছে সেগুলির মধ্যে রয়েছে ব্রিগেড হোশিয়ার সিং, বাহাদুরগড় সিটি, পন্ডিত শ্রীরাম শর্মা স্টেশন, টিকরি সীমান্ত, টিকরি কালা, ঘেভরা, মুন্ডকা শিল্পাঞ্চল, মুন্ডকা, রাজধানী পার্ক, নাঙ্গলাই রেল স্টেশন এবং নাঙ্গলাই স্টেশন । এই সমস্ত স্টেশনগুলিতে যাত্রীদের বেরোতে দেওয়া হচ্ছে তবে এখান থেকে মেট্রোয় উঠতে পারবেন না কোনও নিত্যযাত্রী ।
আরও পড়ুন : কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ
এদিকে, সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজকে সামনে রেখে রেড ফোর্ট মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে । এখানে, যাত্রীরা মেট্রো স্টেশন থেকে বেরোতে পারবেন না । তবে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে । দিল্লি পুলিশের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমআরসি । এগুলি ছাড়াও কেন্দ্রীয় সচিবালয়, প্যাটেল চক, শিল্প ভবন এবং লোককল্যাণ মার্গ স্টেশনগুলিও কুচকাওয়াজের কারণে বেলা সাড়ে বারোটা পর্যন্ত বন্ধ ছিল ।