মুম্বই, 6 ফেব্রুয়ারি :বহু বিখ্যাত গায়কের সঙ্গে তাঁর গাওয়া গান আজও সমান জনপ্রিয় । কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর এবং আরেক কিংবদন্তি মান্না দে অনেক সুপারহিট গান উপহার দিয়েছেন দর্শক, শ্রোতাদের । আজ কোকিলকণ্ঠীর প্রয়াণে এই দুই শিল্পীর গাওয়া কিছু চিরন্তন গানের কথাই মনে পড়ছে । বহু দশক পার করেও গানগুলি আজও মানুষের হৃদয়ে রয়ে গিয়েছে (Lata Mangeshkar and Manna Dey duet many superhit songs still remembering) ।
1955-য় নির্মিত ‘শ্রী 420’ (Shree 420) সিনেমার ‘প্যায়ার হুয়া ইকরার হুয়া’ (Pyaar Hua Ikrar Hua) । 2022-এও গানটা পুরনো হয়নি । গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর ও মান্না দে । ‘চোরি চোরি’ মুক্তি পায় 1956 সালে । নায়ক ও নায়িকার চরিত্রে নার্গিস ও রাজ কাপুর । এই সিনেমার একাধিক গান গেয়েছেন লতা-মান্না । একের পর এক সুপারহিট গান দর্শকদের উপহার দিয়েছেন দুই কিংবদন্তি শিল্পী ও দুই কিংবদন্তি অভিনেতা-অভিনেত্রী ।
আরও পড়ুন : Lata Mangeshkar : না যেয়ো না...সুরেলা সফরের সমাপ্তিতে সবার কণ্ঠে সেই লতাই
‘ইয়ে রাত ভিগি ভাগি’ (Ye Raat Bheegi-Bheegi) গানে মান্না দে-র কণ্ঠে রাজ কাপুর আর নার্গিস লিপ দিয়েছেন লতা মঙ্গেশকরের গলায় । আরকেটি গান ‘আজা সনম মধুর চাঁদনি’ (Aaja Sanam Madhur Chandni) । জ্যোৎস্না রাতে মোহময়ী নার্গিস আর রাজ কাপুর । সঙ্গে লতা মঙ্গেশকর আর মান্না দে-র কণ্ঠ । আজ একবিংশ শতাব্দীতেও একই রকম প্রাণবন্ত । ‘জাহান মে জাতি হু ওয়াহ চলে আতে হো’ (Jahaan Mai Jaati Hu Waha Chale Aate Ho) গানটিও এই সিনেমার অন্যতম জনপ্রিয় গান । শংকর-জয়কিষণ জুটি এই গানগুলিতে সুর দিয়েছিলেন । সে বছর ফিল্ম ফেয়ার-এ সবচেয়ে ভাল সঙ্গীত পরিচালকের পুরস্কারটি তাঁদের ঝুলিতেই গিয়েছিল ।
1959-এর উজালা (Ujala)। এই সিনেমার 'ইয়ে আল্লাহ ইয়ে আল্লাহ দিল লে গায়ি' লতা-মান্না জুটির অন্যতম বিখ্যাত গান । আর চরিত্রায়নে শাম্মি কাপুর এবং মালা সিনহা । শাম্মি কাপুরের গলায় মান্ন দে আর মালা সিনহার গলায় লতা মঙ্গেশকর গানটিকে অন্য মাত্রা দিয়েছিল । এ যুগের প্রেমিক-প্রেমিকারা এই গানে নাচবে না, এমন জুটি পাওয়া যাবে না বোধহয় ।
প্রকৃতির নিয়মে কিংবদন্তিদের যেতেই হয় । কিন্তু যুগ যুগ ধরে লতা-মান্না বেঁচে থাকবেন মানুষের অনুভূতিতে…‘মালুম নেহি হ্যায় কাহা মঞ্জিল’ ৷