চামোলি, 6 অগস্ট:দেশজুড়ে চলছে 'হর ঘর তেরঙ্গা' প্রচার ৷ দেশের স্বাধীনতাপ্রাপ্তির 75 বছর উদযাপন উপলক্ষ্যে 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর সূচনা করেছে মোদি সরকার ৷ তারই অঙ্গ এই ক্যাম্পেন ৷ এবার তেরঙা পতাকা উড়বে ভারতের শেষ গ্রাম অর্থাৎ ভারত-চিন সীমান্তে অবস্থিত 'মানা' গ্রামে ৷ জোরদার প্রস্তুতি চলছে সেখানে (Last village of India Mana set to Har Ghar Tiranga campaign at Indo-China border) ৷ এটি উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৷
উত্তরাখণ্ডে বিজেপির রাজ্য সভাপতি মহেন্দ্র ভাট মানা গ্রামের প্রতিটি কোনায় ভারতের জাতীয় পতাকা উত্তোলনের দায়িত্বে রয়েছেন ৷ এছাড়া, ভারত-নেপাল এবং ভারত-চিন সীমান্তে গেরুয়া শিবিরের প্রত্যেক কর্মীকে তেরঙা পতাকা উত্তোলনের বার্তা দেওয়া হয়েছে ৷