পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Har Ghar Tiranga: ইন্দো-চিন সীমান্তে দেশের শেষ গ্রাম, মানায় উড়বে তেরঙা

গ্রামটি দেশের একেবারে শেষতম ৷ উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত ৷ এর সঙ্গে রয়েছে চিন সীমান্ত ৷ এখানেও উড়বে ভারতের জাতীয় পতাকা ৷ তুঙ্গে প্রস্তুতি (Har Ghar Tiranga) ৷

National Flag in Mana
মানা গ্রামে জাতীয় পতাকা

By

Published : Aug 6, 2022, 7:27 AM IST

চামোলি, 6 অগস্ট:দেশজুড়ে চলছে 'হর ঘর তেরঙ্গা' প্রচার ৷ দেশের স্বাধীনতাপ্রাপ্তির 75 বছর উদযাপন উপলক্ষ্যে 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর সূচনা করেছে মোদি সরকার ৷ তারই অঙ্গ এই ক্যাম্পেন ৷ এবার তেরঙা পতাকা উড়বে ভারতের শেষ গ্রাম অর্থাৎ ভারত-চিন সীমান্তে অবস্থিত 'মানা' গ্রামে ৷ জোরদার প্রস্তুতি চলছে সেখানে (Last village of India Mana set to Har Ghar Tiranga campaign at Indo-China border) ৷ এটি উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৷

উত্তরাখণ্ডে বিজেপির রাজ্য সভাপতি মহেন্দ্র ভাট মানা গ্রামের প্রতিটি কোনায় ভারতের জাতীয় পতাকা উত্তোলনের দায়িত্বে রয়েছেন ৷ এছাড়া, ভারত-নেপাল এবং ভারত-চিন সীমান্তে গেরুয়া শিবিরের প্রত্যেক কর্মীকে তেরঙা পতাকা উত্তোলনের বার্তা দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: 'হর ঘর তেরঙ্গা'য় 20 কোটি বাড়িতে জাতীয় পতাকা, ট্রেন্ডিং মোদির 'অনুরোধ'

এর পাশাপাশি নেহরু মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট বা এনআইএম এবং এসডিআরএফ যৌথ উদ্যোগে কেদারনাথ ধামের পুনর্নির্মাণ কাজ শুরু করেছে ৷ সেখানে মন্দির প্রাঙ্গণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও পতাকা উত্তোলন করা হবে ৷

সম্প্রতি উত্তরাখণ্ডে 'হর ঘর তেরঙ্গা' ক্যাম্পেন সফল করতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বহু এনজিও এবং সামাজিক সংগঠনের সঙ্গে বৈঠক করেন ৷ তিনি জানান, প্রায় 20 লক্ষ বাড়িতে এই তেরঙা পতাকা উড়বে ৷ এনজিওগুলি এই পরিকল্পনা রূপায়ণের তোড়জোড় শুরু করে দিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details