পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 11, 2022, 12:03 PM IST

Updated : Oct 11, 2022, 12:53 PM IST

ETV Bharat / bharat

Last Rites of Mulayam Singh Yadav: নিজের গ্রামেই শেষকৃত্য হবে মুলায়মের

দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ থাকার পর সোমবার তিনি প্রয়াত হন ৷ আজ উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের শেষকৃত্য হবে তাঁর গ্রামেই (Mulayam Singh Yadav passes away) ৷

Mulayam Singh Yadav
ETV Bharat

লখনউ, 11 অক্টোবর:তাঁর নিজের গ্রাম সেফাইতেই মঙ্গলবার শেষকৃত্য হবে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav Passed Away ) ৷ গতকাল গুরুগ্রামের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82 বছর ৷ দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি ৷ 22 অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । 1 অক্টোবর রাতে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় । মাস দেড়েক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সোমবার তিনি প্রয়াত হন ৷ আজ তাঁর শেষকৃত্য ঘিরে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে । বিভিন্ন রাজনৈতিক দলের প্রবীণ নেতারা শেষকৃত্যে হাজির থাকবেন বলে জানা গিয়েছে । তাছাড়া গতকালই উত্তরপ্রদেশে 3 দিনের শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Cremation of Mulayam Singh Yadav) ৷

সমাজবাদী নেতার শেষকৃত্যের মঞ্চ তৈরি করতে সারারাত ধরে কাজ চলেছে ৷ পুরো মঞ্চটিকে বিশাল ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে ৷ এই জায়গায় পাঁচ বছর আগে পর্যন্ত সাইফাই মহোৎসব (Saifai Mahotsav) হত ৷ সেখানে মেলা চত্বরে মঞ্চ এবং প্যান্ডাল তৈরি করা হয়েছে ৷ মঞ্চ তৈরিতে ইট এবং সিমেন্ট ব্যবহার করা হয়েছে ৷ এটি মুলায়ম সিং যাদবের প্রথম স্ত্রী মালতী দেবীর স্মৃতিসৌধের ঠিক পাশেই ৷ 2003 সালে তিনি মারা যান ৷

আরও পড়ুন: 'গণতন্ত্রের সৈনিক' মুলায়ম সিং যাদবকে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর

ইতিমধ্য়ে ইয়াওয়ার সাইফাই গ্রামের এই মঞ্চে মুলায়ম সিং যাদবের শবদেহ এনে রাখা হয়েছে ৷ বিভিন্ন স্তরের নেতারা এসে সেখানে তাঁকে শ্রদ্ধা জানান ৷ এসপির সাধারণ সম্পাদক রাম গোপাল যাদব জানিয়েছেন, সমাজবাদী নেতার অনুগামীরা আজ এই মঞ্চে তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন ৷ জেলা থেকে জাতীয়- সব স্তরের বিভিন্ন নেতা, কর্মীরা তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন ৷ পূূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ বেলা 3টে নাগাদ উত্তর প্রদেশের তিন বারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে ৷

Last Updated : Oct 11, 2022, 12:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details